ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে প্রধান দলগুলোর নীতিগত ঐকমত্য

২০২৫ অক্টোবর ০৫ ২২:৫০:২৫

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে প্রধান দলগুলোর নীতিগত ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের মতামত নিতে গণভোট আয়োজনের বিষয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন এটিকে একটি সাফল্য হিসেবে দেখছে। তবে, গণভোট কখন অনুষ্ঠিত হবে, তা নিয়ে দলগুলোর মধ্যে এখনও মতভেদ রয়ে গেছে।

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনায় এই অগ্রগতি হয়। বৈঠক শেষে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ও আলোচনার অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের জানায়।

কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। এটি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ। তিনি আরও জানান, কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে।

গণভোটের সময়সীমা নিয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায় নেওয়ার জন্য সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালট রাখার কথা তারা বলেছেন। এতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না এবং জনগণ এই সনদের পক্ষে রায় দিলে পরবর্তী সংসদের সদস্যরা তা বাস্তবায়নে বাধ্য থাকবেন।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, গণভোট জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হতে পারে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি না হয়। তিনি নভেম্বর বা ডিসেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব দেন এবং জোর দিয়ে বলেন, সনদের আইনি ভিত্তি রচনার জন্য গণভোট সবচেয়ে গ্রহণযোগ্য হবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, কারণ পরবর্তী সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে তা বাদ দিতে পারে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে এবং বাকি ২০ শতাংশ নিয়ে কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু মন্তব্য করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে নতুন কোনো সংকট তৈরি হলে আরেকটি গণঅভ্যুত্থান হতে পারে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত