ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২
পশ্চিমবঙ্গে জয়া আহসানের নামে ‘গো ব্যাক’ স্লোগান

বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে দুর্গাপূজা কার্নিভালে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের উপস্থিতি ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। গত শনিবার (৪ অক্টোবর) দুর্গাপুর কার্নিভালে বিশেষ অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত ছিলেন এবং রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।
এর পরপরই দুর্গাপুর বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজেপি অভিযোগ করেছে, একজন বাংলাদেশি নাগরিককে কার্নিভাল মঞ্চে আমন্ত্রণ জানিয়ে রাজ্য সরকার মা দুর্গাকে অপমান করেছে। তারা দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের সামনে এবং এসডিও বাংলোর সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদকারীরা জয়া আহসানের নামে ‘গো ব্যাক’ স্লোগান দেয়, তার ছবিতে কালি লাগিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং কালো পতাকা প্রদর্শন করে।
দুর্গাপুরের বিজেপির জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি এই ঘটনাকে "অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ" আখ্যা দিয়ে মহকুমা শাসকের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, রাজ্য সরকার স্থানীয় শিল্পীদের উপেক্ষা করে একজন "বিতর্কিত শিল্পী"কে নিয়ে এসে দুর্গাপুরে অশান্তি সৃষ্টি করতে চাইছে।
অপরদিকে, দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপির এই সমালোচনাকে "বাংলার সংস্কৃতিকে কালিমা লিপ্ত করার চেষ্টা" বলে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, "শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো বর্ণ হয় না। যারা শিল্পীদের এইভাবে দেখে তারা সনাতনী নয়, তারা অধোপতনি।" নরেন্দ্রনাথ চক্রবর্তী জয়া আহসানকে একজন ভালো মানুষ ও বড় শিল্পী হিসেবে আখ্যায়িত করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি "কর্ম যার যার উৎসব সবার" উল্লেখ করে বলেন, দুর্গাপুরের মানুষ তার পারফরম্যান্স উপভোগ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে তালিকাভুক্ত কোম্পানি
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- ডুবছে ওষুধের দুই কোম্পানি, বিনিয়োকারীদের কপালে চিন্তার ভাজ
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- জেডে নেমে তিন শেয়ারের ধস, বিনিয়োগকারীদের নিঃস্ব হওয়ার শঙ্কা
- মশিউর সিকিউরিটিজের গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা
- ডিভিডেন্ড ঘোষণা করবে ২ কোম্পানি
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে