ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
ইসরায়েলের রাস্তায় নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশজুড়ে আস্থা হারিয়েছেন এবং নিজ দেশের মানুষের কাছে ভণ্ড ও প্রতারক হিসেবে দেখা হচ্ছে। হামাসের বন্দি ইসরায়েলিদের মুক্তি নিয়ে দেরি ও নেতানিয়াহুর পূর্বের প্রতিশ্রুতির অমর্যাদা মানুষের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
রাজধানী তেল আবিবে শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত বন্দি মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবি তুলেছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, নেতানিয়াহু পূর্বেও ইসরায়েলি বন্দিদের দ্রুত ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা রাখতে ব্যর্থ হয়েছেন। ফলে হামাসের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি তাদের সন্দেহ তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অনেক বিক্ষোভকারী এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বেশি ভরসা রাখছেন। তারা বলেন, “আমরা ইসরায়েলি বন্দিদের বিষয়ে খুব উদ্বিগ্ন। যুদ্ধ বন্ধ হোক, তা আমরা চাই। নেতানিয়াহুর ওপর আস্থা নেই, কিন্তু ট্রাম্পের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।”
এ বিষয়ে ট্রাম্প ২০ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন, যার মাধ্যমে গাজায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত এই সমঝোতায় ইসরায়েল ইতিমধ্যেই রাজি হয়েছে, কিন্তু হামাস প্রাথমিকভাবে তা প্রত্যাখ্যান করেছিল। পরে হামাস প্রস্তাবের প্রতি ইতিবাচক সঙ্কেত দিয়েছেন, যার পরই ট্রাম্প ইসরায়েলকে বন্দি মুক্তি ও হামলা বন্ধের নির্দেশ দেন।
হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি মুক্তির আলোচনার জন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মিশরে রওনা হয়েছেন। তাঁর সঙ্গে ট্রাম্পের জামাই জারেড কুশনারও রয়েছেন। রোববার সেখানে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সাত কোম্পানির শেয়ারে কারসাজির গন্ধ!
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা
- জিকিউ বলপেনের শেয়ার নিয়ে কারসাজি, তদন্তের নির্দেশ