ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

প্রবাসে বাংলা সাহিত্যচর্চার উৎসব: পূর্ব লন্ডনে মিলল সাহিত্যপ্রেমীরা

২০২৫ অক্টোবর ০৫ ০৯:০৮:২০

প্রবাসে বাংলা সাহিত্যচর্চার উৎসব: পূর্ব লন্ডনে মিলল সাহিত্যপ্রেমীরা

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠিত হলো ‘আজকের শতাব্দী’ ম্যাগাজিনের ড. আনসার আহমেদ উল্লাহ বিশেষ সংখ্যা ও কাব্যসংকলন ‘বিলেতে কবিতা লিখার আগে’–এর প্রকাশনা উৎসব ও পাঠ উন্মোচন অনুষ্ঠান। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পূর্ব লন্ডনের পিউর চা-ই ক্যাফের সেমিনার হলে আয়োজিত এই প্রীতি সভায় সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চায় যুক্ত প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি, সহযোগিতায় ছিল ব্রিটিশ বাংলা প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অব ক্রয়ডনের ডেপুটি মেয়র কাউন্সিলর মুহাম্মদ ইসলাম, সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ও প্রগ্রেসিভ রাইটার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. সাজিদুর রহমান।

‘আজকের শতাব্দী’র সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান স্বাগত বক্তব্যে বলেন, প্রবাসের মাটিতে বাংলা সাহিত্যচর্চা এখন আরও প্রাণবন্ত হচ্ছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও কবি মিজানুর রহমান মীরু। উপস্থিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত লেখক-শুভাকাঙ্ক্ষীরা যৌথভাবে দুটি প্রকাশনার আনুষ্ঠানিক পাঠ উন্মোচন করেন।

পরবর্তী পর্বে লেখক, সাংবাদিক ও সংস্কৃতিসেবীদের মুক্ত আলোচনায় মুখর হয় অনুষ্ঠানস্থল। বক্তব্য দেন সাবেক স্পিকার আহবাব হোসেইন, অভিনেতা ও লেখক স্বাধীন খসরু, সাংবাদিক মতিয়ার চৌধুরী, কবি হামিদ মোহাম্মদ, ছড়াকার দিলু নাসের, কবি মাশূক ইবনে আনিস, মজিবুল হক মনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল মালিক খোকন, সাংবাদিক সাঈম চৌধুরী, জুয়েল রাজ, সৈয়দা নাজনীন সুলতানা (শিখা), আমিনা আলী প্রমুখ।

এছাড়া ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিভিন্ন পদাধিকারী এবং প্রবাসী কবি-সাহিত্যিকরা অনুষ্ঠানে অংশ নেন। কবিতা আবৃত্তি করেন কবি ইমদাদুন খান, আসমা মতিন, ফায়সাল আইয়ুব ও আবৃত্তিশিল্পী ফাহমিদা দীপা।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত