ঢাকা, শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
ভোটার তালিকায় প্রবাসীদের ঢল
.jpg)
নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশের বাইরে অবস্থানরত নাগরিকরা সরাসরি ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন এই উদ্যোগে দারুণ সাড়া মিলেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের মধ্যে। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) তৈরি করা একটি সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে ১০টি দেশের ১৭টি স্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়া চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসি কর্মকর্তা জানান, এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৯০৯টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ১৫ হাজার ৮৭৭ জনের আবেদন যাচাই শেষে চূড়ান্তভাবে ভোটার হিসেবে গৃহীত হয়েছে। বাকি আবেদনগুলো এখনো প্রক্রিয়াধীন।
ইসি কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করার অনুমতি মিলেছে। এসব দেশে দ্রুত কার্যক্রম শুরু করা গেলে আবেদন সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ইতোমধ্যে আমেরিকাসহ কয়েকটি দেশে ইসির টিম পাঠানো হয়েছে কার্যক্রম চালু করতে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম ৪০টি দেশে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে বর্তমানে ১০টি দেশের (সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান) ১৭টি স্টেশনে নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি-বায়রার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ইসি দেখেছে, ৪০টি দেশে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। এই দেশগুলোকে বিবেচনায় নিয়েই ধাপে ধাপে কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
এই ৪০টি দেশে মোট এক কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৫৩৪ জন বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি, প্রায় ৪০ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন রয়েছেন সৌদি আরবে। অন্যদিকে, সবচেয়ে কম প্রবাসী আছেন নিউজিল্যান্ডে মাত্র ২ হাজার ৫০০ জন।
নির্বাচন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, ১০টি দেশ থেকে জমা পড়া মোট ৫৩ হাজার ৯০৯টি আবেদনের মধ্যে যাচাই-বাছাইয়ে বাদ পড়েছে ৪ হাজার ৬৭৫টি আবেদন। তদন্ত শেষ করে অনুমোদন দেওয়া হয়েছে ২৪ হাজার ৭০৫টি আবেদন। এর মধ্যে ৩২ হাজার ৭০৭ জন প্রবাসীর আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দূতাবাস থেকে। বর্তমানে তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় আছে ৬৮০টি আবেদন, আর উপজেলায় তদন্তাধীন রয়েছে ২৩ হাজার ৮৪৫টি আবেদন।
এ ছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে তথ্য আপলোডের অপেক্ষায় রয়েছে ৭ হাজার ৮৮৫ জনের আবেদন, আর ইতোমধ্যে আপলোড করা হয়েছে ২১ হাজার ৮৮১ জনের আবেদন।
দেশভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন পড়েছে সংযুক্ত আরব আমিরাতে ২০ হাজার ৯৩৮টি। এরপর রয়েছে যুক্তরাজ্যে ১০ হাজার ৮১৬টি, ইতালিতে ৭ হাজার ২৫০টি, সৌদি আরবে ৪ হাজার ৪৬১টি, কুয়েতে ৪ হাজার ৪৫৪টি, কাতারে ৩ হাজার ৪৬০টি, মালয়েশিয়ায় ১ হাজার ১৯৬টি, কানাডায় ৮৮১টি, অস্ট্রেলিয়ায় ৩৯২টি এবং সবচেয়ে কম আবেদন জাপান থেকে মাত্র ৭১টি।
ইসি জানায়, এখন পর্যন্ত নিবন্ধিত ১৫ হাজার ৮৭৭ জন প্রবাসী ভোটারের মধ্যে ১৩ হাজার ৯৯০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রিন্ট করে পাঠানো হয়েছে। বাকিদের এনআইডি তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, সরাসরি দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- আফগানিস্তান বনাম বাংলাদেশ, সরাসরি দেখবেন যেভাবে
- নয় কোম্পানির শেয়ারে মুভিং এভারেজ,ম্যাকডি, এঙ্গালফিং বাই সিগনাল
- RSI এলার্ট: ১০ শেয়ারে বিপদ সংকেত
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- ডিভিডেন্ড বিতরণে ব্যর্থতায় ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- এডিবি’র ৩০ মিলিয়ন ডলারের ঋণ, এনভয় টেক্সটাইলের অগ্রযাত্রা