ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
৩০০ কিলোমিটার পায়ে হেঁটে গাজীপুরের পথে চবি শিক্ষার্থী

ডুয়া ডেস্ক: ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম শুভ। তার ইচ্ছেপূরণের লক্ষ্যে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে গাজীপুরের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছেন। তার উদ্দেশ্য ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া। গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তিনি। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার অবস্থান নারায়ণগঞ্জে।
শরিফুল ইসলাম শুভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের (২০২১-২২) শিক্ষার্থী। গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পশ্চিম ডগরী গ্রামের তার বাড়ি। পায়ে হেঁটে বাড়ি যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, “প্রথমে ৩০০ কি.মি. পায়ে হেঁটে বাসায় যাব এরকম কোন প্ল্যান ছিল না। তবে পরিবেশ বা ফিটনেস রিলেটেড কোন স্লোগানকে সামনে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু এত বড় একটা ইভেন্টে সফল হব কিনা এ নিয়ে একটু চিন্তিত ছিলাম। হঠাৎ একদিন মাথায় আসল যে চবি থেকে গাজীপুর আমাদের বাড়ি পর্যন্ত ৩০০ কি.মি.। এইরকম ইভেন্ট (হাইকিং) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গাজীপুর পায়ে হেঁটে এখন পর্যন্ত কেউ করে নাই। সেই সময়ই সিদ্ধান্ত নিলাম এই ইভেন্ট আমি করব।”
শুভ আরও জানান, "এই হাইকিং যদি সফলভাবে শেষ করি, তবে পরবর্তী লক্ষ্য হবে টেকনাফ থেকে তেতুলিয়া পায়ে হেঁটে যাওয়া। পথে বাংলাদেশে একেক অঞ্চলের সংস্কৃতি, ভাষা, আচার-ব্যবহার খুবই উপভোগ করছি।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (৩য় বর্ষ) শিক্ষার্থী আইয়ুবুর রহমান তৌফিক বলেন, “শুভ আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। তার পরিবেশ, প্রকৃতি, মানুষ ও গ্রামীণ সংস্কৃতির প্রতি গভীর টান রয়েছে। সে পথপ্রান্তর ঘুরে মানুষদের জীবনযাত্রা কাছ থেকে দেখছে, যা উপভোগ করছে। শুভ'র এই ৩০০ কিলোমিটার পায়ে হেঁটে গাজীপুর যাত্রা একটি সাহসিকতার পরিচায়ক, যা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করছে।”
শরিফুল ইসলাম শুভ'র এই সাহসী যাত্রা শুধু তার মানসিক এবং শারীরিক দৃঢ়তারই প্রমাণ নয় বরং এটি তার শারীরিক সুস্থতা এবং বিচিত্র অভিজ্ঞতা অর্জনেরও একটি পথ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা