ঢাকা, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ট্রাম্পের গাজা পরিকল্পনা পর্যালোচনায় সময় চাইছে হামাস

২০২৫ অক্টোবর ০৩ ১৪:২১:৫২

ট্রাম্পের গাজা পরিকল্পনা পর্যালোচনায় সময় চাইছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সংক্রান্ত প্রস্তাবিত পরিকল্পনা পর্যালোচনা করতে সময় চাচ্ছে হামাস।

শুক্রবার এএফপিকে এক কর্মকর্তা জানিয়েছেন, হামাস এখনো পরিকল্পনাটি নিয়ে পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদেরও জানানো হয়েছে যে কিছু সময় প্রয়োজন।

ট্রাম্প গত মঙ্গলবার হামাসকে প্রায় দুই বছর ধরে চলা গাজা সংঘাত শেষ করার তার প্রস্তাব গ্রহণের জন্য “তিন থেকে চার দিন” সময়সীমা দিয়েছিলেন। এই পরিকল্পনায় যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে বন্দিদের মুক্তি, হামাসের অস্ত্র নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলের ধাপে ধাপে পদক্ষেপ প্রত্যাহারের ধারা রয়েছে।

আন্তর্জাতিকভাবে প্রস্তাবটি স্বাগত জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমর্থন জানিয়েছেন।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার বলেন, “পরিকল্পনায় কিছু উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শীঘ্রই আমাদের অবস্থান ঘোষণা করব। আমরা মধ্যস্থতাকারী এবং আরব ও ইসলামিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগে আছি এবং সমঝোতার চেষ্টা চালাচ্ছি।”

এক ফিলিস্তিনি সূত্র বুধবার এএফপিকে জানিয়েছে, হামাস কিছু ধারা সংশোধন করতে চায়, যেমন অস্ত্র নিরস্ত্রীকরণ এবং হামাস ও এর শাখার কর্মীদের বহিষ্কারের ধারা।

সূত্রটি আরও জানিয়েছে, হামাস চায় গাজা থেকে ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের আন্তর্জাতিক নিশ্চয়তা এবং আশ্বাস দেবে, কোনো হত্যা চেষ্টা অঞ্চলের ভিতরে বা বাইরে করা হবে না।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত