ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

আবারও গাজায় ত্রাণবাহী নৌযান পাঠাচ্ছে এফএফসি

২০২৫ অক্টোবর ০৩ ১৪:২৪:২৪

আবারও গাজায় ত্রাণবাহী নৌযান পাঠাচ্ছে এফএফসি

আন্তর্জাতিক ডেস্ক: নতুনভাবে আবারও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)। নানা প্রতিবন্ধকতা ও ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা এবারও একটি নতুন ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে যাত্রা শুরু করেছে গাজার উদ্দেশে। এরপর ৩০ সেপ্টেম্বর আরও ৯টি জাহাজ যাত্রায় যোগ দেয়। এসব জাহাজ শিগগিরই একত্র হয়ে একটি ঐক্যবদ্ধ বহরে পরিণত হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, নতুন এই ত্রাণ বহরে মোট ১১টি নৌযান রয়েছে, যাতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও নাবিক অংশ নিয়েছেন। এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে চারটি সংগঠনের সম্মিলিত জোট ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। উল্লেখ্য, ২০০৮ সালে গঠিত হওয়া এই জোট গত ১৭ বছরে একাধিকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে।

এর আগে, চলতি বছরের আগস্টে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি মিশনের আওতায় খাদ্য ও ওষুধবাহী ৪৩টি নৌযান গাজার উদ্দেশে পাঠানোর ঘোষণা দিয়েছিল এফএফসি। ওই মিশনে অংশ নেয় ৪৪টি দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধির একটি আন্তর্জাতিক দল যাদের মধ্যে কেউ পার্লামেন্ট সদস্য, কেউ আইনজীবী, কেউ পরিবেশ আন্দোলনকর্মী, আবার কেউ স্বেচ্ছাসেবী। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ ও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা।

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র বহর গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করলেও, গাজার জলসীমায় পৌঁছার আগেই ইসরায়েলি নৌবাহিনী একটি ব্যতীত বাকি সব নৌযান আটক করে। আটক করা হয় নৌযান, আরোহী ও ক্রুদেরও, যাদের পরবর্তীতে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সেই সমালোচনা আমলে নেয়নি। এর মধ্যেই নতুন করে আবারও গাজায় ত্রাণ পাঠানোর ঘোষণা দিল এফএফসি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি... বিস্তারিত