ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু-কে আহ্বায়ক এবং এ টি এম আবদুল বারী ড্যানী-কে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব এ টি এম আবদুল বারী ড্যানী স্বাক্ষরিত সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট ২০২৪ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
এ প্রেক্ষাপটে সংগঠনটির জীবন সদস্যরা গত ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার বিকাল ৫টায় ডুয়া ফ্লোরে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এ কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।
কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিত ডুয়া’র জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করে।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা,নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।
এস/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ