ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

সম্পদ গড়ার যে ইতিহাস করলেন ইলন মাস্ক

২০২৫ অক্টোবর ০২ ১০:২৭:৫৭

সম্পদ গড়ার যে ইতিহাস করলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক: টেসলা, স্পেসএক্স ও এক্সএআইয়ের ব্যবসা সম্প্রসারণ ও শেয়ারমূল্যের ধারাবাহিক বৃদ্ধির কারণে ইলন মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ অতিক্রম করেছেন। প্রযুক্তি জগতে তার অবদানের পাশাপাশি এই বৈশ্বিক আর্থিক রেকর্ড তাকে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে মাস্কের মোট সম্পদ ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক দ্বারা নিশ্চিত করা হয়েছে। তবে দিনের শেষে সামান্য কমে ৪৯৯ বিলিয়নের ওপরে দাঁড়ায়।

মাস্কের সম্পদের এই বিপুল বৃদ্ধি মূলত তার টেসলা শেয়ারের মূল্যের ওপর নির্ভরশীল। তিনি টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ার মালিক। চলতি বছরে টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বুধবার নিউইয়র্কে দিনের শেষে শেয়ার আগের দিনের তুলনায় ৩.৩ শতাংশ বৃদ্ধি পায়।

টেসলার ছাড়াও মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই ও রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারও সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। এর ফলে ধনকুবের হিসেবে মাস্কের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এর তুলনায় বিশ্বের দ্বিতীয় ধনী ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের সম্পদ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, টেসলা শেয়ারে মাস্কের সাম্প্রতিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগও কোম্পানির প্রতি তার আস্থা প্রমাণ করছে। এছাড়া বিনিয়োগকারীরা মনে করছেন, রাজনীতির চেয়ে মাস্ক এখন তার কোম্পানিগুলোর ওপর বেশি মনোযোগ দিচ্ছেন, যা শেয়ার মূল্যের স্থিতিশীলতা এবং বৃদ্ধি নিশ্চিত করেছে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিউইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি এমিরেটস এয়ারলাইন্সের... বিস্তারিত