ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ২০:৫৫:০০

জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নেয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ সময় রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে প্রধান উপদেষ্টা সম্মেলনে তাঁর ভাষণ দেবেন। এই সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারে অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি তুলে ধরতে বাংলাদেশের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত