ঢাকা, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

খাগড়াছড়ির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ৩০ ১৬:৩২:৫৫

খাগড়াছড়ির পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে গত কয়েক দিনের উত্তেজনার পর বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করেছিল, তারা তাদের উদ্দেশ্যে সফল হয়নি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পাহাড়ের পরিস্থিতি এখন শান্ত। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘কিছু ফ্যাসিস্ট গোষ্ঠী পূজা উদযাপন ব্যাহত করার জন্য এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছিল। তবে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে।’

প্রসঙ্গত, টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরে প্রবেশ ও বের হওয়ার পথে কড়াকড়ি তল্লাশি চলছে। জুম্মা ছাত্র-জনতার ডাকা অবরোধ শিথিল থাকলেও এখনো অভ্যন্তরীণ ও দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ