ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২
জিকিউ বলপেনের শেয়ার নিয়ে কারসাজি, তদন্তের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেনের অস্বাভাবিক শেয়ার দাম ও লেনদেন খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশনার প্রেক্ষিতে ডিএসই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র আবুল কালাম গণমাধ্যমকে জানান, ডিএসইর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কমিশনের সার্ভিল্যান্স টিম প্রতিদিন কোম্পানিটির লেনদেন ও শেয়ারের দাম মনিটর করছে বলে জানান তিনি।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে জিকিউ বলপেনের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিকতা স্পষ্টভাবে চোখে পড়ছে। এ পরিস্থিতিতে শেয়ারটির অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পেছনে কারসাজি আছে কি না, তা খতিয়ে দেখার জন্য ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য বিশ্লেষণ দেখায়, গত ২৩ জুন জিকিউ বলপেনের শেয়ারের দাম ছিল ১৫৯ টাকা ৮০ পয়সা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯৯ টাকা ৫০ পয়সায়। মাত্র ৫০ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৪৩৯ টাকা ৭০ পয়সা বা ২৭৫.১৫ শতাংশ।
বাজারসংশ্লিষ্টদের মতে, কোম্পানিটির এই অস্বাভাবিক উত্থান কোনো স্বাভাবিক প্রবৃদ্ধির ফল নয়। স্বল্প মূলধনী কোম্পানির অল্প কিছু শেয়ার নিয়েই একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে দাম বাড়াচ্ছে। কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা এমন অস্বাভাবিক উল্লম্ফন সমর্থন করার মতো কোনো শক্তি নেই। প্রতিদিনের অস্বাভাবিক লেনদেন আর দাম বাড়ার ধারা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—এটি সিন্ডিকেট চক্রের কারসাজির ফল।
কোম্পানির আর্থিক চিত্রও ভরসাযোগ্য নয়। টানা তিন বছর ধরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে ঋণাত্মক মুনাফা দেখাচ্ছে — ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান ৩ টাকা ৫০ পয়সা, ২০২৩ সালে লোকসান ১২ পয়সা, ২০২২ সালে লোকসান ২ টাকা ৬৫ পয়সা। এছাড়া কোম্পানির পরিশোধিত মূলধন মাত্র ৮ কোটি ৯৩ লাখ টাকা, যা অল্প শেয়ার নিয়ন্ত্রণ করেই কারসাজিকারীদের উল্লম্ব লেনদেন সম্ভব করছে। বাজারের অভিযোগ অনুযায়ী কোম্পানিটির প্রায় সব শেয়ারই কারসাজিকারীদের হাতে রয়েছে, ফলে অল্প লেনদেনেও শেয়ারটির দাম ইচ্ছেমতো আকাশচুম্বী করতে পারছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ১ম টি-20: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আজ আর্জেন্টিনা বনাম ব্রাজিলর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- আগামীকাল ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ: কখন, কোথায়-সরাসরি দেখবেন যেভাবে
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি লটারি চলছে, সরাসরি (LIVE) দেখুন
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- মিডল্যান্ড ব্যাংকের শেয়ার কারসাজিতে ৪.৫১ কোটি টাকা জরিমানা