ঢাকা, বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

এবার কি জেলে যাচ্ছেন থালাপতি বিজয়?

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১৪:৩৮:০৩

এবার কি জেলে যাচ্ছেন থালাপতি বিজয়?

বিনোদন ডেস্ক: তামিলনাড়ুর করুরে ভয়াবহ পদপিষ্ট দুর্ঘটনায় রাজ্যজুড়ে শোকের ছায়া নেমেছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন, আর অসংখ্য মানুষ আহত। ঘটনায় রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছে, দোষারোপের পালা শুরু হওয়ায় রাজ্যজুড়ে প্রশ্নের স্রোত বইছে।

অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) সরাসরি বিতর্কের কেন্দ্রে এসে পড়েছেন। শাসকদল ডিএমকে অভিযোগ করেছে, সমাবেশে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় টিভিকে-র গাফিলতিই এই বিপর্যয়ের মূল কারণ। পুলিশের পক্ষ থেকে দলের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, ফলে আলোচনায় এসেছে—বিজয় নিজেও কি আইনি ঝুঁকির মুখে পড়তে পারেন?

রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সরাসরি মন্তব্য না করলেও জানিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আগে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার আপাতত গ্রেফতারের পথে যেতে চাচ্ছে না, কারণ দ্রুত পদক্ষেপে বিজয় জনমনে সহানুভূতি পেতে পারেন।

অপরদিকে, টিভিকে দলের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। বিজেপির সাবেক সভাপতি কে আন্নামালাইও একই সুরে বক্তব্য দিয়েছেন, এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব ডিএমকের প্রশাসনিক ব্যর্থতাকে দায় চাপাচ্ছে। মাদ্রাজ হাই কোর্টে নিরপেক্ষ তদন্তের আবেদন করা হয়েছে, যা শোনানির জন্য সোমবার ওঠার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনার পর বিজয় দ্রুত চেন্নাই ফিরে যান, যা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। তিনি নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, করুর দুর্ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তবে যদি তাকে গ্রেফতার করা হয়, জনমনে উল্টো সহানুভূতির স্রোত বইতে পারে। এখন আদালতের সিদ্ধান্তের দিকে সব রাজ্যজুড়ে তাকিয়ে আছে রাজনৈতিক মহল।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত