ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দীর্ঘমেয়াদি বেকারত্বে পিছিয়ে পড়ছে তরুণরা: বিবিএস

২০২৫ সেপ্টেম্বর ২৯ ১২:৫৫:২৫

দীর্ঘমেয়াদি বেকারত্বে পিছিয়ে পড়ছে তরুণরা: বিবিএস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (স্নাতক) শেষ করা শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে বেকার থেকে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাম্প্রতিক শ্রমশক্তি জরিপে উঠে এসেছে, প্রতি তিনজন স্নাতকের মধ্যে একজন সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বেকার ছিলেন। আবার প্রতি সাতজনের মধ্যে একজন এক থেকে দুই বছর কাজ পাননি। আরও উদ্বেগজনক বিষয় হলো—প্রতি ছয়জনের মধ্যে একজনের বেকারত্বের সময়কাল দুই বছরেরও বেশি।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে মোট ২৬ লাখ ২৪ হাজার মানুষ বেকার ছিলেন। এর মধ্যে কেবল বিশ্ববিদ্যালয় স্নাতকের সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ৮৫ হাজারে। প্রতিবেদনে চাকরিপ্রার্থীদের কাজ খোঁজার ধরনও বিশদভাবে তুলে ধরা হয়েছে। দেখা গেছে, প্রায় ৩৬ শতাংশ তরুণ চাকরি খোঁজার জন্য মূলত আত্মীয়স্বজন ও বন্ধুদের ওপর নির্ভর করেছেন। বিজ্ঞাপনের মাধ্যমে আবেদন করেছেন প্রায় ২৬ শতাংশ। সরাসরি প্রতিষ্ঠানে গেছেন ১২ শতাংশ, আর ৯ শতাংশ প্রতিষ্ঠানগুলোতে আবেদন পাঠিয়েছেন। এছাড়া ৫.৫ শতাংশ বিজ্ঞাপন দেখে আবেদন করেছেন, এবং ৩.৫ শতাংশ ‘ওয়াক-ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন।

শ্রমবাজার বিশ্লেষকরা বলছেন, স্নাতকদের মধ্যে এক-তৃতীয়াংশ বেকার থাকা একটি ভয়াবহ সংকেত।

জেনেভাভিত্তিক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সাবেক বিশেষ উপদেষ্টা রিজওয়ানুল ইসলাম মনে করেন, ছয় মাসের বেশি সময় ধরে কেউ কাজ না পেলে সেটিই প্রকৃত উদ্বেগের বিষয়। এটি প্রতিভা ও সম্পদের অপচয়। তার মতে, শিক্ষা ও প্রশিক্ষণে বিনিয়োগ যথেষ্ট না হলে দক্ষতা পুরোপুরি কাজে লাগানো যায় না, যা দীর্ঘমেয়াদে আরও বড় সমস্যায় রূপ নেয়।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা ফেলো বদরুন নেসা আহমেদ বলেন, শিক্ষার মানের ঘাটতি এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাব এ পরিস্থিতির অন্যতম কারণ। তার মতে, স্নাতকদের ক্ষেত্রে শুধু ডিগ্রি নয়, মানই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়।

একই সুরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, স্নাতকদের বেকারত্ব বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান তৈরির সুযোগও সীমিত হচ্ছে।

বিবিএসের সংজ্ঞা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি গত সপ্তাহে এক ঘণ্টাও কাজ না করে থাকেন বা অস্থায়ীভাবে কাজ বন্ধ রাখেন এবং বর্তমানে কাজের জন্য প্রস্তুত থাকেন, কিংবা গত চার সপ্তাহে কাজ খুঁজে থাকেন বা ব্যবসা শুরু করার চেষ্টা করেন—তাহলে তাকে বেকার ধরা হয়। তবে বাস্তবে সপ্তাহে মাত্র এক ঘণ্টা কাজ করে জীবনধারণ করা কার্যত অসম্ভব।

একে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত