ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
দুর্গাপূজায় ভয় বা শঙ্কার কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের দুর্গাপূজা ঘিরে দেশজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ড ও গুজব ছড়ানোর যে অপচেষ্টা চলছে, তা নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোথাও যাতে কোনো বিশৃঙ্খলার সুযোগ না থাকে, সে জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আশ্বাস দেন। উপদেষ্টা বলেন, “এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ভয় বা শঙ্কার কোনো কারণ নেই। কোথাও কোনো সমস্যা হবে না।”
তিনি জানান, এ বছর পূজামণ্ডপের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন, পাশাপাশি এক লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য—যার মধ্যে সশস্ত্র বাহিনীও রয়েছে—তারা মাঠপর্যায়ে কাজ করছে। ফলে গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা তৎপর ও সক্রিয় রয়েছে।
পূর্বের অভিজ্ঞতার আলোকে এবার আরও সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। আগের দুর্গাপূজা ঘিরে যেসব সহিংসতা ঘটেছিল, সেসব থেকে শিক্ষা নিয়ে এবার বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।
এ সময় পার্বত্য এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণ ঘটনাকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তাই সবাইকে নিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে সরকার বদ্ধপরিকর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- চলছে সিলেট বনাম নোয়াখালীর ম্যাচ: দেখুন সরাসরি (LIVE)
- ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- দুবাই ক্যাপিটালস বনাম এমআই ইমিরেটস-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- ঢাকা বনাম রাজশাহীর ম্যাচ চলছে: ব্যাটিংয়ে ক্যাপিটালস, দেখুন সরাসরি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ-ফলাফল দেখবেন যেভাবে