ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণ: খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ

২০২৫ সেপ্টেম্বর ২৮ ১০:৩১:৪৫

পাহাড়ি শিক্ষার্থী ধর্ষণ: খাগড়াছড়িতে ১৪৪ ধারা বলবৎ

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কয়েকদিনের অবরোধ, মিছিল ও সহিংসতার প্রেক্ষাপটে জেলা সদর ও আশপাশের এলাকা এখন সতর্ক অবস্থায় আছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেলবাগান, চেঙ্গী স্কোয়ার ও শহীদ কাদের সড়কে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় স্বনির্ভর ও নারিকেলবাগান এলাকায় বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশ ও প্রশাসনের সিদ্ধান্তে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে ৭ প্লাটুন বিজিবি, সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এপিবিএনও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিত করছে।

সহিংসতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহতকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। রাতে বৌদ্ধবিহারে নাশকতার প্রস্তুতি নেয়ার সময় তিনজন পাহাড়ি যুবককে আটক করা হয়।

অভিযোগক্রমে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে শনিবার সকাল থেকে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। অবরোধ চলাকালীন বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলা ও আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করা হয়। আলুটিলায় একটি অ্যাম্বুলেন্স ও নারানখাইয়া এলাকায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেওয়া হলেও পরে তা প্রত্যাহার করা হয়। কিছুক্ষণ পর আবারও নতুন কর্মসূচি ঘোষণা আসে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত