ঢাকা, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
পোর্টল্যান্ডে ‘যুদ্ধবিধ্বস্ত’ পরিস্থিতি, সেনা পাঠালেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস নোয়েমের অনুরোধে তিনি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে "যুদ্ধবিধ্বস্ত" পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের দাবি, অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা সেখানে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে। তিনি প্রয়োজনে "সর্বশক্তি প্রয়োগের" নির্দেশও দিয়েছেন।
সিএনএন হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করে "সর্বশক্তি প্রয়োগ" বলতে প্রেসিডেন্ট ঠিক কী বুঝিয়েছেন তা জানতে চেয়েছিল, তবে হোয়াইট হাউজ এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
এদিকে, ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ডের মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল সদস্যরা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গিয়েছিল, যার পরই স্থানীয় নেতারা এই বার্তা দেন।
সিনেটর মার্কলে প্রেসিডেন্টের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, "আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, 'আমরা এই ফাঁদে পা দেব না।'"
অভিবাসীদের ওপর ধরপাকড় চালানো আইসিই অবকাঠামোটি পোর্টল্যান্ড শহর থেকে দুই মাইল দূরে অবস্থিত। গত কয়েক মাস ধরে এই স্থানে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধের দাবিতে আন্দোলন করে আসছেন। ট্রাম্প প্রশাসনের এই নতুন পদক্ষেপ পোর্টল্যান্ডের চলমান পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: খেলাটি লাইভ(LIVE) দেখার উপায়-সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড-দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ