ঢাকা, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

রাজনৈতিক উত্তাপ : ওয়াইসি বললেন,মোদির বোনকে দেশে পাঠান

২০২৫ সেপ্টেম্বর ২৬ ১৯:০৩:১৬

রাজনৈতিক উত্তাপ : ওয়াইসি বললেন,মোদির বোনকে দেশে পাঠান

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের নির্বাচনকে সামনে রেখে রাজনীতির তাপমাত্রা তীব্র হয়ে উঠেছে। কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করছে, বিহারে অনেক বাংলাদেশি অনুপ্রবেশ করছে এবং তারা ভোটের চিত্র পাল্টে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ করে বিরোধী দলগুলোর ওপর এই অভিযোগ দিচ্ছেন, বলছেন তারা বাংলাদেশিদের অনুপ্রবেশে সুযোগ করে দিচ্ছে।

এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আসাদউদ্দিন ওয়াইসি বক্তব্য দিয়েছেন, বিহারে কোনো বাংলাদেশি নেই। তিনি মোদিকে লক্ষ্য করে বলেন, “মোদিজি বলেন বিহারে বাংলাদেশি রয়েছে। কিন্তু বিহার এবং সীমাচল অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। তবে বাংলাদেশ থেকে আপনার বোন আছে, যিনি দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠান। আর নয় তাকে বিহারের সীমাচলে নিয়ে আসুন। আমরা তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।”

ওয়াইসি আরও জানান, তার দল বিহারের সীমাচলে সর্বশেষ নির্বাচনে জয়লাভ করেছিল এবং এই সীমাচলে কোনো বাংলাদেশি নেই।

এ প্রসঙ্গে, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট গণবিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন।এদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গতকাল নিউইয়র্কে এক বৈঠকে ভারত ও শেখ হাসিনার অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হাসিনা ভারতে থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে।

ডুয়া/ নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত