ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
আধুনিক সুবিধার রূপালীক্যাশ, ব্যাংকিং এখন হাতের মুঠোয়

হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসি এবার আনুষ্ঠানিকভাবে চালু করল নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা “রূপালীক্যাশ”।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নতুন সেবাটির উদ্বোধন করেন।
২০১৬ সালে ‘শিওরক্যাশ’ নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস শুরু করার পর থেকে রূপালী ব্যাংক গ্রাহকদের জন্য প্রাথমিক উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদান এবং ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন আর্থিক সেবা দিয়ে আসছিল। এবার রূপালীক্যাশ-এর মাধ্যমে গ্রাহকরা আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী রেটে লেনদেনের সুযোগ পাবেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংক পিএলসি প্রথম এবং একমাত্র ব্যাংক যা নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সরাসরি পরিচালনা করছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, "দায়িত্ব নেয়ার পর আমার লক্ষ্য ছিল প্রযুক্তিতে শীর্ষে পৌঁছানো। আমাদের আইটি টিমের প্রচেষ্টায় এই লক্ষ্য পূরণে আমরা এক ধাপ এগিয়েছি।"
রূপালীক্যাশ-এ ই-কেওয়াইসি ভিত্তিক অ্যাকাউন্ট খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, ওয়ালেট টু ওয়ালেট ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স ও লেনদেন স্টেটমেন্ট দেখা, বেতন প্রদানের সুবিধা, মোবাইল রিচার্জ এবং মার্চেন্ট বিল পরিশোধের মতো সুবিধা রয়েছে। এছাড়া রূপালী ব্যাংকের হিসাব থেকে রূপালীক্যাশে টাকা স্থানান্তর করার সুবিধা সম্পূর্ণ চার্জ মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর, মো. হারুনুর রশীদ, বাংলাদেশ ব্যাংকের রাফেজা আক্তার কান্তা, মো. কামরুল ইসলাম, জয়ন্ত কুমার ভৌমিক এবং রূপালী ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নতুন এই উদ্যোগের মাধ্যমে রূপালী ব্যাংক প্রযুক্তি ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে দেশের মধ্যে নিজস্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাংক আশা করছে, রূপালীক্যাশ গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক লেনদেনের পথ উন্মুক্ত করবে।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি
- বিনিয়োগকারীদের গলার কাঁটা ১৫ কোম্পানির শেয়ার