ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২
গাজায় চলমান আগ্রাশন বন্ধের আহ্বান ফিনল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব বন্ধের দাবি করেছে ফিনল্যান্ড। ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে অব্যাহত এই দখল শেষ করতে হবে।
তিনি গাজার মানবিক বিপর্যয়কে “অসহনীয়” হিসেবে বর্ণনা করে তৎক্ষণাৎ যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির আহ্বান জানান। স্টাব আরও মন্তব্য করেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার ইসরায়েলের নেই।
স্টাব তার ভাষণে জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার ও মৌলিক নীতির গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, “যেমন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই, তেমনি ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই। কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান বা কঙ্গোর ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই।”
প্রেসিডেন্ট স্টাব গাজার চলমান মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে বলেন, আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষাকে স্বীকৃতি দিতে হবে। তার ভাষায়, “১৯৬৭ সালে শুরু হওয়া দখলদারিত্ব শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে এবং এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় ইতোমধ্যেই ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
স্টাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারেরও আহ্বান জানান। তিনি প্রস্তাব করেন, কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলোর জন্য নিরাপত্তা পরিষদে আরও আসন বরাদ্দ করা হোক—এশিয়ার জন্য দুইটি, আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি। এছাড়া, কোনো সদস্য যদি জাতিসংঘ সনদ লঙ্ঘন করে, তার ভোটাধিকার স্থগিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ: পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, সরাসরি দেখবেন যেভাবে
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ করেছে ডিএসই
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, বলির পাঠা শেয়ারবাজারের বিনিয়োগকারীরা!
- শেয়ারবাজারের ১২ কোম্পানির ২ হাজার কোটি টাকার নতুন বিনিয়োগ
- সিটি ব্যাংক পোর্টফোলিও ম্যানেজারের শেয়ার জালিয়াতি, তদন্তে বিএসইসি
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- যেভাবে পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে
- এনবিআর-এর ক্যাশ গেইন প্রতিক্রিয়া অতিরঞ্জিত: আনিসুজ্জামান চৌধুরী
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৬ কোম্পানিতে
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- ২৪ সেপ্টেম্বর ডুয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী, থাকবে নানা আয়োজন
- বিনিয়োগকারীদের সচেতন করতে টিভি স্ক্রলে বিশেষ বার্তা
- ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানাল তিন কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর নতুন আবেদন
- থেমে গেল বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য তদারকি