ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
গাজায় শান্তি চুক্তির নতুন প্রস্তাব ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় চলমান সংঘাত থামাতে ২১ দফার একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে গাজায় সহিংসতা বন্ধ থেকে শুরু করে ইসরায়েলি সেনাদের ধাপে ধাপে প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা ছাড়াও আরব নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উইটকফ সিএনএনকে বলেন, “আমরা বিশ্বাস করি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং ইসরায়েলসহ আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগেরও সমাধান মিলবে।”
ট্রাম্পের পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে— গাজায় সব জিম্মির তাৎক্ষণিক মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা, গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার।
এদিকে, বৈঠকে উপস্থিত আরব নেতারা ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানালেও কয়েকটি অতিরিক্ত শর্ত যুক্ত করার প্রস্তাব দেন। তাদের দাবির মধ্যে ছিল— পশ্চিম তীরে ইসরায়েলের দখল বন্ধ করা, জেরুজালেমের বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা, গাজায় ত্রাণ প্রবেশে কোনো বাধা না দেওয়া এবং বন্দি সব ইসরায়েলি জিম্মির মুক্তি নিশ্চিত করা।
বৈঠকে উপস্থিত একজন কূটনীতিক সিএনএনকে বলেন, “এটি ছিল একটি অসাধারণ ও কার্যকর বৈঠক।”
এর আগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। ফ্রান্স ও সৌদি আরব আয়োজিত সেই সম্মেলনের ধারাবাহিকতায়ই আরব নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হয়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- আইপিএল নিলাম: দেখুন এখন পর্যন্ত দল পেলেন যারা-বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থান