ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ইস'রায়েলের সাথে চুক্তির পথে সিরিয়া

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৩:২৯:১৮

ইস'রায়েলের সাথে চুক্তির পথে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়া ও ইসরায়েলের সীমান্তে দীর্ঘ দিন ধরেই বিরাজমান উত্তেজনা কিছুটা কমানোর দিকে অগ্রসর হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, উভয় পক্ষ এখন একটি উত্তেজনা নিরসন চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। এই চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েল সীমান্তে হামলা বন্ধ করবে এবং সিরিয়া সেখানে কোনও ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করবে না।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারাক বলেন, “আমি মনে করি, আলোচনায় অংশ নেওয়া সব পক্ষই ভালো উদ্দেশ্য নিয়ে এগোচ্ছে।” তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন, এখনও পর্যাপ্ত অগ্রগতি হয়নি। ইহুদি নববর্ষ রোশ হাসানাহের কারণে আলোচনার গতি কিছুটা ধীর।

দামেস্ক আশা করছে, চুক্তির মাধ্যমে ইসরায়েলি বিমান হামলা বন্ধ হবে এবং দক্ষিণ সিরিয়ায় প্রবেশ করা ইসরায়েলি সেনারা সরে যাবে। সিরিয়ার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল–শারা বলেন, “আমরা ইসরায়েলকে ভয় পাই, কিন্তু আমরা তাদের জন্য হুমকি নই। আলোচনায় বিলম্ব ও আকাশসীমা লঙ্ঘন আমাদের আরও দুর্বল করছে।”

ইসরায়েল সিরিয়ার নতুন সরকারকে দুর্বল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দামেস্ক। গত বছর আসাদ উৎখাত হওয়ার পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে এবং রাজধানী দামেস্ক থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে সেনা মোতায়েন করেছে। শারা সতর্ক করেছেন, চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে আবারও অস্থিতিশীলতা দেখা দিতে পারে।

তিনি আরও বলেন, “সিরিয়া কোনো অবস্থাতেই বিভক্ত হবে না। যদি সিরিয়া ভাঙার চেষ্টা করা হয়, তবে শুধু জর্ডান নয়, ইরাক ও তুরস্কও ক্ষতিগ্রস্ত হবে। এতে আমরা সবাই আবার শূন্য বিন্দুতে ফিরে যাব।” তবে শারা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কোনো সম্ভাবনা আপাতত অস্বীকার করেছেন। তার মতে, উত্তেজনা নিরসনের প্রাথমিক চুক্তিই বড় অর্জন হবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত