ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

গুগলের নতুন এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের খেলা

২০২৫ সেপ্টেম্বর ২৪ ১৩:১৭:০৬

গুগলের নতুন এআই টুলস বদলে দিচ্ছে কোডিংয়ের খেলা

তথ্য প্রযুক্তি ডেস্ক: কোডিংয়ের পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আগে যেখানে ডেভেলপারদের ঘণ্টাখানেকের কাজও রাতভর বসে করতে হতো, এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মুহূর্তে কোড তৈরি করছে। গুগলের নতুন এআই টুলস ঘণ্টাখানেকের সিএলআই এবং জেমিনি কোড অ্যাসিস্ট—ডেভেলপারদের জন্য এক নতুন যুগের সূচনা করছে।

গুগলের ডেভেলপার টুলস প্রজেক্ট ম্যানেজার রায়ান সালভা বলেন, “এআই এখন শুধু সহায়তা করছে না, বরং ডেভেলপমেন্ট প্রক্রিয়ার সক্রিয় অংশ হয়ে উঠেছে। ভবিষ্যতে প্রোগ্রামারের কাজ অনেকটা স্থপতির মতো হবে—যেখানে বড় সমস্যাকে ছোট ছোট সমাধানযোগ্য অংশে ভাগ করে দেবার কাজ তারা করবেন, আর কোড লিখবে এআই।”

গুগলের এআই টুলস ব্যবহার নিয়ে গবেষণায় দেখা গেছে, এপ্রিল ২০২৪ থেকে বেশির ভাগ ডেভেলপার এই টুলস ব্যবহার শুরু করেছেন। Claude 3 এবং Gemini 2.5 বাজারে আসার পর কোডিংয়ে বিপ্লব এসেছে। সালভার মতে, “এআই শুধু কোড লিখছে না; এটি কম্পাইল করা, টেস্ট করা এবং ভুল ধরার মতো কাজও নিজে ঠিক করছে। এটাই সবচেয়ে বড় পরিবর্তন।”

নিজের কাজেও এআই ব্যবহার করেন রায়ান সালভা। তিনি বলেন, “আমি এখন কাজের ৭০–৮০ শতাংশ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে করি। Gemini CLI-কে টার্মিনালে নির্দেশ দেই, এবং কোড লিখে দিচ্ছে। আমি শুধু শেষ পর্যায়ে কোড রিভিউ করি।”

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক দশকে ডেভেলপারের মূল ভূমিকা হবে বড় ছবি দেখা, প্রজেক্টের কাঠামো নির্ধারণ এবং ব্যবহারকারীর প্রয়োজন বুঝে আউটপুট নিশ্চিত করা। কোডের লাইন লেখা হবে প্রধান কাজ নয়। সালভা মনে করেন, “আগে সফটওয়্যার ডেভেলপমেন্টের তিনটি মূল জায়গা ছিল—IDE, ব্রাউজার আর টার্মিনাল। এখন ডেভেলপাররা বেশি সময় ব্যয় করবেন রিকোয়ারমেন্ট ঠিক করতে, কোড জেনারেশন করবে এআই।”

গুগলের এআই টুলস কোড লেখা ছাড়িয়ে ডেভেলপমেন্টের পুরো প্রক্রিয়ায় নতুন ধারা তৈরি করছে। কোডিংয়ের পরিশ্রম কমে আসলেও ডেভেলপারদের কৌশলগত চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতার প্রয়োজন থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন সফটওয়্যার ডেভেলপমেন্টকে সহজ করবে না, বরং নতুন প্রজন্মের জন্য খেলার নিয়মই বদলে দেবে।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত