ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

ক্রেতা সংকটে নাকাল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ সেপ্টেম্বর ২৩ ১৯:০২:৩১

ক্রেতা সংকটে নাকাল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রাতিক সময়ে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। একই সঙ্গে বেড়েই চলেছে ক্রেতা সঙ্কট। যে কারণে শেয়ার বিক্রি করে বের হতে পারছেনা বিনিয়োগকারীরা। এর ফলে হাতে থাকা কিছু কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা বেকায়দায় পড়েছেন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ধারাবাহিকভাবে দর পতন হওয়ায় প্রতিদিনই ক্রেতা সঙ্কটে হল্টেড হচ্ছে একাধিক কোম্পানি। গত ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৮৬.৬৪ পয়েন্ট কমে গেছে। তবে আজ ২৩ সেপ্টেম্বর ডিএসইএক্স ১০.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৭.৪৬ পয়েন্টে। বাজারের এমন পরিস্থিতিতেও আজ ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১১ কোম্পানির। এ নিয়ে চলতি সপ্তাহের তিন কার্যদিবসে মোট ২৬ কোম্পানি ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে।

চলিত সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার মোট ৭টি কোম্পানি ক্রেতা সঙ্কটে হল্ডে হয়। কোম্পানি ৭ হলো- ফার্স্ট ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, র্ফাইস্ট ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, ইন্টারন্যাশনাল লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

এরপর দ্বিতীয় দিন সোমবার ৮ কোম্পানির শেয়ার ক্রেতা সঙ্কটে হল্টেড হয়। কোম্পানি ৮টি হলো- বারাকা পাওয়ার, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, জাহিন স্পিনিং, ফাস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক।

আজ তৃতীয় দিন মঙ্গলবার ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ১১ কোম্পানি। যেগুলো হলো- হামিদ ফেব্রিক্স, জাহিন স্পিনিং, এক্সিম ব্যাংক, বারাকা পাওয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফ্যামিলিটেক্স।

আজ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে হামিদ ফেব্রিক্সের। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮০ পয়সা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ টাকা ২০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে জাহিন স্পিনিংয়ের। আজ ডিএসইতে কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৯.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ টাকা ৬০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে এক্সিম ব্যাংকের। আজ ডিএসইতে ব্যাংকটির দর ৩০ পয়সা বা ৯.৩৮ শতাংম কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বারাকা পাওয়ারের ৯০ পয়সা বা ৯.০৯ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ২০ পয়সা বা ৭.৪১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০ পয়সা বা ৬.৬৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ এবং ফ্যামিলিটেক্সের ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ দর কমেছে।

এদিকে, গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সবচেয়ে বেশি দর কমেছে বারাকা পাওয়ারের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পযসা বা ১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পযসা বা ৯.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের। এদিন ডিএসইতে ব্যাংকটির শেয়ার দর ২০ পযসা বা ৯.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকায়।

এছাড়া, চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পযসা বা ৮.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২০ পযসা বা ৮.৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ২০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১০ পযসা বা ৭.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়।

এসকে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত