ঢাকা, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করে ব্যালন ডি’অর জয়ের কীর্তি  

২০২৫ সেপ্টেম্বর ২৩ ০৯:৩৫:৪৬

৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করে ব্যালন ডি’অর জয়ের কীর্তি  

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর জয় করলেন উসমান দেম্বেলে। ফ্রান্স ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে নাম লেখালেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্যারিসে জমকালো অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যালন ডি’অর দেম্বেলের হাতে তুলে দেওয়া হয়। ২৮ বছর বয়সী পিএসজি ফরোয়ার্ড এর আগে কখনো এ পুরস্কার জেতেননি। এবার আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে।

গত মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফরাসি কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেম্বেলে। ফরাসি সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও তার জয়সূচক গোল এনে দেয় দলকে শিরোপা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল এবং ১৬টি অ্যাসিস্ট করেছেন তিনি।

অন্যদিকে ইয়ামালও মৌসুমে নজরকাড়া পারফরম্যান্স করেন। বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ের পেছনে বড় অবদান রাখেন ১৭ বছর বয়সী এই উইঙ্গার। ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেন তিনি। তবে শেষ পর্যন্ত দেম্বেলের ধারাবাহিক পারফরম্যান্সই তাকে শিরোপা এনে দেয়।

পুরস্কার জয়ের পর মঞ্চে দাঁড়িয়ে দেম্বেলে মাকে উদ্দেশ্য করে বলেন, “আমরা একসঙ্গে এটা করেছি।” এ সময় আবেগে কেঁদে ফেলেন তিনি। পরে নিজেকে সামলে নিয়ে যোগ করেন, “এটা শুধু আমার অর্জন নয়, সতীর্থদের অবদানেই সম্ভব হয়েছে। ২০২৩ সালে আমাকে দলে নেওয়ার জন্য পিএসজির প্রতি কৃতজ্ঞ।”

রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ব্যালন ডি’অর জয়ী ষষ্ঠ ফরাসি ফুটবলার হলেন দেম্বেলে। যদিও এদিন পিএসজি সতীর্থরা তার সাফল্য সরাসরি মাঠে দেখতে পাননি, কারণ একই রাতে মার্শেইয়ের বিপক্ষে লিগ ম্যাচে ব্যস্ত ছিল দল। ম্যাচটি হেরে গেলেও দেম্বেলের ট্রফি জয় সেই হতাশাকে অনেকটাই ঢেকে দেয়।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত