ঢাকা, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক বৈঠক শুরু

২০২৫ সেপ্টেম্বর ২২ ১৬:৪৩:০৬

ইইউ প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞ পর্যবেক্ষকরা বাংলাদেশে এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। তারা আসন্ন সংসদ নির্বাচনের প্রাক-নির্বাচনি পরিবেশ, ভোটের স্বচ্ছতা এবং প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা মূল্যায়ন করবেন।

বৈঠক সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হয়। এর পরে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তারা কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহর সঙ্গে আলাপ করবেন।

ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আসন্ন নির্বাচনে নির্বাচন কমিশনকে চার মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ। এ উদ্যোগ বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক মান নিশ্চিত করবে।

মাইকেল মিলার আরও বলেন, সেপ্টেম্বর মাসে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। তারা নির্বাচনে স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা এবং সুষ্ঠু প্রক্রিয়ার নিশ্চয়তা দেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সঙ্গে কাজ করবে। এছাড়া ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায়ও তারা সহায়তা করবে।

নির্বাচন কমিশন ডিসেম্বরের প্রথমার্ধে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করবে, যাতে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত