ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট ভুয়া খবর বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ২১ ২৩:৩০:৫৬

কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট ভুয়া খবর বিশ্বব্যাপী উদ্বেগ বাড়াচ্ছে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য প্রচার এখন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি সতর্ক করে বলেছেন যে, এ ধরনের বিদ্বেষমূলক বিকৃতি যেন মানুষের পারস্পরিক আস্থা নষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিকে ক্ষয় না করে, সে জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) দেওয়া এই বাণীতে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক মানবিক আইনের নীতিমালা এবং জাতিসংঘের প্রস্তাবগুলো উপেক্ষা করে বেপরোয়া দুঃসাহসিকতার "বিরক্তিকর নিদর্শন" প্রত্যক্ষ করার কথা উল্লেখ করেন। তিনি ফিলিস্তিন ও বিশ্বের অন্যান্য অংশে অবৈধ দখলদারিত্ব, অবৈধ বসতি সম্প্রসারণ, সুনির্দিষ্ট লক্ষ্য করে হত্যাকাণ্ড এবং নির্বিচারে বোমা হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ অবজ্ঞা করার ধারাবাহিকতার সমালোচনা করেন, যা অগণিত নিরীহ বেসামরিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এর বিপরীতে, বাংলাদেশ শান্তির সংস্কৃতি গড়ে তুলতে বিশ্বাস করে, যা প্রতিটি স্তরে সহনশীলতা, অহিংসা, সংলাপ এবং সহযোগিতাকে লালন করে।

ড. ইউনূস গত বছরের জুলাই মাসে তরুণদের নেতৃত্বে দেশের সাধারণ মানুষেরা "একজন অত্যাচারীকে উৎখাত করে পরিবর্তন আনার জন্য দৃঢ়তা দেখিয়েছে" বলে উল্লেখ করেন। তিনি বলেন, সেই তরুণরাই এখন গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নতুন বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এবারের বিশ্ব শান্তি দিবসের প্রতিপাদ্য "শান্তিপূর্ণ বিশ্বের জন্য এখনই কাজ করুন" এই ধারণার ওপর জোর দিয়েছে যে, সাধারণ মানুষের মধ্যে কাজের মাধ্যমে পরিবর্তনের অসাধারণ শক্তি নিহিত থাকে। দৈনন্দিন জীবনে বোঝাপড়া, শ্রদ্ধা এবং ন্যায়বিচার প্রচার করে আমরা অন্যদের অনুপ্রাণিত করতে পারি এবং একটি আরও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে সহায়তা করতে পারি।

ড. ইউনূস চরম জাতীয়তাবাদ, শূন্য-সমষ্টি ভূ-রাজনীতি এবং অন্যের দুঃখ-দুর্দশার প্রতি উদাসীনতার কারণে মানবজাতির অর্জিত অগ্রগতির ধ্বংস এবং সাম্প্রতিক সংঘাতের কারণে বিশ্বব্যাপী অনিশ্চয়তা ও নিরীহ মানুষের দুর্ভোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় তাদের মূল্যবোধ চালিত অবদানের মাধ্যমে বাংলাদেশ সব দেশ ও সম্প্রদায়ের জন্য যেকোনও ধরনের যুদ্ধ ও সংঘাতমুক্ত একটি শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন বাস্তবায়নে সর্বদা সক্রিয় রয়েছে। জাতিসংঘের সনদ অনুসারে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিত করার জন্য আজকের দিনটি অঙ্গীকার নবায়নের একটি উপলক্ষ্য। তিনি শান্তি, সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার নীতির প্রতি বাংলাদেশের উৎসর্গের কথা পুনর্ব্যক্ত করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত