ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২
নিউ লাইন ক্লোথিংয়ের সম্পদ নিলামে তুলছে সাউথইস্ট ব্যাংক
মোবারক হোসেন: শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ধ হয়ে যাওয়া পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিউ লাইন ক্লোথিং লিমিটেডের কাছ থেকে ৪২৪ কোটি টাকার বেশি ঋণ আদায়ে নিলামের উদ্যোগ নিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ঋণ খেলাপি হওয়ায় সম্প্রতি ব্যাংকটি এই সিদ্ধান্ত নিয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সাউথইস্ট ব্যাংক নিউ লাইন ক্লোথিংয়ের বন্ধকি সম্পত্তি নিলামের ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ আগস্ট পর্যন্ত কোম্পানিটির কাছে ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে ৪২৪.১২ কোটি টাকা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিলামে অংশ নেওয়ার জন্য আগ্রহী দরদাতাদের আহ্বান জানানো হয়েছে। ব্যাংকটি তাদের পাওনা আদায়ের জন্য গাজীপুরের ১১২ শতাংশ জমি এবং একটি সাততলা ফ্যাক্টরি ভবন নিলামে তুলছে।
নিউ লাইন ক্লোথিংয়ের একজন প্রাক্তন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলধনের তীব্র সংকটে ভুগছিল নিউ লাইন ক্লোথিং। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কারখানাটি বছরের পর বছর ধরে বন্ধ রয়েছে।
২০১৭ সাল থেকে সাউথইস্ট ব্যাংকের সঙ্গে নিউ লাইন ক্লোথিংয়ের ব্যাংকিং সম্পর্ক রয়েছে। তারা ব্যাংক থেকে দীর্ঘ ও স্বল্পমেয়াদি উভয় ধরনের ঋণ নিয়েছিল। ২০১৯ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করেও কোম্পানিটি আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি। ওই অর্থের কিছু অংশ সাউথইস্ট ব্যাংকের ঋণ পরিশোধ এবং নতুন মেশিন কেনার জন্য ব্যবহার করার কথা ছিল। তালিকাভুক্তির সময় ব্যাংকটির কাছে নিউ লাইন ক্লোথিংয়ের ঋণের পরিমাণ ছিল ১২৩ কোটি টাকা।
কোম্পানিটির আর্থিক অবস্থা বাজারে তালিকাভুক্তির পরপরই খারাপ হতে শুরু করে। তারা ২০২২ সালের মার্চের পর থেকে আর কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এমনকি ২০২০-২১ অর্থবছর-এর পর থেকে কোনো ডিভিডেন্ডও ঘোষণা করেনি। ওই অর্থবছরের ১২ কোটি ৭৯ লাখ টাকা মুনাফার বিপরীতে কোম্পানিটি সর্বশেষ ১২.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদিত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর একটি পরিদর্শক দল কোম্পানিটির প্রধান কার্যালয় এবং কারখানা বন্ধ দেখতে পায়। ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিনিয়োগকারীদের পক্ষ থেকে একাধিক অভিযোগ জমা পড়েছিল যে কোম্পানিটি বাজারকে অবহিত না করেই কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
টানা তিন বছর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করতে ব্যর্থ হওয়ায় এবং আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে।
কোম্পানির শেয়ারের দরও তার পতনের প্রতিফলন ঘটিয়েছে। আগস্ট ২০২৪-এ শেয়ারের মূল্য ছিল ৪৫ টাকা ৪০ পয়সা, যা সর্বশেষ লেনদেনে ৬ টাকার নিচে নেমে এসেছে। বর্তমানে এর বাজার মূলধন ৪৬ কোটি ৩৩ ললাখ টাকা, যেখানে পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ টাকা।
২০২৩ সালের ডিসেম্বরের পর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডিং সংক্রান্ত কোনো তথ্যও হালনাগাদ করেনি। ওই সময়ে স্পন্সর ও পরিচালকদের কাছে ৩০.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.০৬ শতাংশ শেয়ার ছিল। হালনাগাদ তথ্যের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটির শেয়ার নিয়ে অনিশ্চয়তা বেড়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ইপিএস প্রকাশ করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা