ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
চলতি মাসে রোডম্যাপ, ডাকসু নির্বাচনের পরিকল্পনা ফেব্রুয়ারিতেই
ডুয়া নিউজ: চলতি মাসের মধ্যে রোডম্যাপ প্রস্তুতির পর ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হলে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনতে হবে। এ কারণে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ডাকসু নির্বাচন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা নতুন ক্ষমতার রাজনীতির বিরোধিতা করি। আমাদের লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতির শক্তিশালী করা।"
ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমদ বলেন, "আমরা দ্রুত নির্বাচন চাই। সঙ্গে রোডম্যাপও নিশ্চিত করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রক্রিয়া একইসঙ্গে চলতে পারে।"
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, "ফ্যাসিবাদের প্রভাব এখনও হল পর্যায়ে রয়েছে। এর জন্য দ্রুত ডাকসু নির্বাচন আয়োজন জরুরি।"
ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা দিতে গঠনতন্ত্রে যে বিধান সংযুক্ত করেছিল, সেই গঠনতন্ত্রের অধীনে ডাকসু নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।"
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, "আমরা চাই, সবার মধ্যে এ নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক এবং আমাদের একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই।"
প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাকসুর সর্বশেষ নির্বাচন ২৮ বছরের ব্যবধানে হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে এবং সেই সংসদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। এই নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার ও সমান সুযোগ তৈরির আবেদন উঠেছিল। তবে নির্বাচনের সময় কোনো সংস্কার ছাড়াই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে পুনরায় ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক