ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
চলতি মাসে রোডম্যাপ, ডাকসু নির্বাচনের পরিকল্পনা ফেব্রুয়ারিতেই

ডুয়া নিউজ: চলতি মাসের মধ্যে রোডম্যাপ প্রস্তুতির পর ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ফেব্রুয়ারির মধ্যেই ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরু করতে হলে গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনতে হবে। এ কারণে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
ডাকসু নির্বাচন ইস্যুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, "আমরা নতুন ক্ষমতার রাজনীতির বিরোধিতা করি। আমাদের লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতির শক্তিশালী করা।"
ঢাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন আহমদ বলেন, "আমরা দ্রুত নির্বাচন চাই। সঙ্গে রোডম্যাপও নিশ্চিত করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন, "সংস্কার এবং ডাকসু নির্বাচনের প্রক্রিয়া একইসঙ্গে চলতে পারে।"
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র সাহস বলেন, "ফ্যাসিবাদের প্রভাব এখনও হল পর্যায়ে রয়েছে। এর জন্য দ্রুত ডাকসু নির্বাচন আয়োজন জরুরি।"
ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "তৎকালীন প্রশাসন ছাত্রলীগকে সুবিধা দিতে গঠনতন্ত্রে যে বিধান সংযুক্ত করেছিল, সেই গঠনতন্ত্রের অধীনে ডাকসু নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।"
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আগ্রহী। তিনি বলেন, "আমরা চাই, সবার মধ্যে এ নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক এবং আমাদের একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাই।"
প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাকসুর সর্বশেষ নির্বাচন ২৮ বছরের ব্যবধানে হয়েছিল ২০১৯ সালের মার্চ মাসে এবং সেই সংসদের মেয়াদ শেষ হয় ২০২০ সালের মার্চে। এই নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার ও সমান সুযোগ তৈরির আবেদন উঠেছিল। তবে নির্বাচনের সময় কোনো সংস্কার ছাড়াই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে পুনরায় ডাকসু নির্বাচনের উদ্যোগ নেয়া হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান