ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

জুবিন গার্গের মৃ-ত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আসামের মুখ্যমন্ত্রী

২০২৫ সেপ্টেম্বর ২০ ১৭:১৩:২৭

জুবিন গার্গের মৃ-ত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল আসামের মুখ্যমন্ত্রী

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক ও আসামের সংগীত কিংবদন্তি জুবিন গার্গ সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয় বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

২০ ও ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত নর্থইস্ট ফেস্টিভ্যাল-এ অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু তার একদিন আগেই ঘটে যায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্কুবা ডাইভিং শেষে শ্বাসকষ্টে আক্রান্ত হলে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। পরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জুবিন গার্গের মৃত্যুতে শোক জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, আসামের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিলেন, তা ভাষায় বলা সম্ভব নয়।

মুখ্যমন্ত্রী বলেন, জুবিন লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটছিলেন। সিঙ্গাপুরের কর্তৃপক্ষ সেই সময় তার সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করবে। তিনি আরও জানান, একটি ভিডিওতে দেখা গেছে জুবিন প্রথমবারের জন্য লাইফ জ্যাকেট পরে ইয়ট থেকে সমুদ্রে ঝাঁপ দেন, কিন্তু দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার সময় লাইফ জ্যাকেটটি খুলে দেন। এরপর তিনি সমুদ্রে ভেসে থাকেন এবং তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজকরা জানিয়েছেন, জুবিনের ইয়ট সফরের কোনো তথ্য তাদের কাছে আগে ছিল না। তাদের বিবৃতিতে বলা হয়, আমরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় শিল্পী জুবিন গার্গ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেছেন। আমরা এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে সিঙ্গাপুর হাইকমিশনের সঙ্গে সমন্বয় করেছি। এই ট্রাজেডির কারণে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, গায়কের মরদেহ শনিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর রোববার তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত