ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
ডাকসু নির্বাচনের রোডম্যাপ চেয়ে ভিসির কার্যালয়ে একদল শিক্ষার্থীরা
.jpg)
ডুয়া নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে ভিসির কার্যালয়ে অবস্থান নিয়েছেন একদল সাধারণ শিক্ষার্থী। আজ সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেজিস্ট্রার ভবনে ভিসির কার্যালয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় তারা ডাকসুর নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ডাকসু নির্বাচন না দেওয়ায় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটছে, এজন্য আমরা দ্রুত নির্বাচনী রোডম্যাপ চাই।
তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের কালচারে ফিরে যেতে চাই না। যদিও অনেক ছাত্র সংগঠন ইতোমধ্যেই সংঘটিত হয়ে আগের কালচার নিয়ে আসতে চাচ্ছে। এজন্য সাধারণ শিক্ষার্থীদের একটা প্লাটফর্মের জন্য আমরা ডাকসু নির্বাচন চাই।
এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব হলো ডাকসু নির্বাচন দেওয়া। ডাকসু নির্বাচন আমাদের ম্যান্ডেট। বর্তমানে এটাই আমাদের ধ্যানজ্ঞান। এখন আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। তিনি বলেন, ছাত্ররা যখন ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের কথা বলেছে, আমরা তখন একটা কমিটি গঠন করে দিয়েছি। তারা বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সেগুলো পর্যালোচনা করে এগোচ্ছি।
তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন নিয়ে একটা কমিটি করতে হবে, যারা এর আইনি বিষয়গুলো দেখবে, দেখবে কি কি কাজ করতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে। এরপর আমরা প্রত্যেক ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে, তাদের মতামত নিয়ে কি কি প্রস্তুতি নেওয়া যায় সেগুলো দেখবো।
এ বিষয়ে ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, আমরা মানুষের রক্তের ওপর দাঁড়িয়ে আছি। ডাকসু আমার ম্যান্ডেট। এটা আমাকে করতেই হবে। তিনি বলেন, আমরা শিক্ষকদের মধ্যে যারা ভালো বোঝেন, যারা কমপক্ষে দু’টো ডাকসু নির্বাচন দিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করছি।
ঢাবি উপাচার্য বলেন, সাধারণ ছাত্র, ছাত্র সংগঠন এবং শিক্ষকদের প্রস্তাব নেবো। এরপর যত সংস্কার প্রস্তাবনা আসে, এরপর আমরা সংস্কার করে একটা রোডম্যাপ দেবো।
এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. সায়মা হক বিদিশা এবং রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান