ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
ঢাকায় রিমান্ডে মার্কিন নাগরিক, নেপথ্যে যে কারণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী গোলাম মোস্তফা আজাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোর্শেদ প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এবং আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এনায়েত করিম চৌধুরীকে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে সন্দেহজনক চলাচলের সময় আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তার কাছ থেকে দুইটি আইনফোন জব্দ করা হয়। প্রাথমিক বিশ্লেষণে তার ফোনে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক এবং বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট। তার দাবি, তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশে এসেছেন। তিনি গত ৬ ও ৭ সেপ্টেম্বর সোনারগাঁও হোটেলে অবস্থান করেন এবং পরবর্তীতে গুলশানে অবস্থান করেন। এ সময় তিনি সরকারি ও রাজনৈতিক নেতা, ব্যবসায়ী মহলের সঙ্গে গোপন বৈঠক করেছেন।
এনায়েত করিমের বক্তব্য অনুযায়ী, আমেরিকান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হতাশ। তিনি জানিয়েছেন, ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় প্রদান করবে এবং নতুন সরকার গঠনে বিদেশের প্রভাব থাকতে পারে। তিনি বাংলাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান এবং রাজনৈতিক দলের নেতাদের তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করতেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরী বর্তমানে বাংলাদেশে আসা অবস্থায় অন্য দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার উৎখাতের চেষ্টা করছেন, যা জননিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর হুমকি।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর