ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

ডেঙ্গু তথ্য জানাতে ডিএসসিসির হটলাইন চালু

২০২৫ নভেম্বর ০৭ ২১:৩১:৩১

ডেঙ্গু তথ্য জানাতে ডিএসসিসির হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও নাগরিক সম্পৃক্ততা বাড়াতে হটলাইন নম্বর ০১৭০৯-৯০০৮৮৮ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ডেঙ্গু সংক্রান্ত যেকোনো তথ্য, অভিযোগ বা পরামর্শ দিতে এই নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ডিএসসিসির মুখপাত্র রাসেল রহমান জানান, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—গণবিজ্ঞপ্তি প্রচার, টেলিভিশনে সচেতনতামূলক টিভিসি সম্প্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, এবং মসজিদ-মন্দিরসহ উপাসনালয়ে বিশেষ বার্তা প্রচারের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চালানো হবে।

এছাড়া, এলাকাভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান নতুনভাবে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাসেল রহমান জানান, এডাল্টিসাইডিং ও লার্ভিসাইডিংয়ে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা নিশ্চিত করতে স্থানীয় নাগরিকদের অন্তর্ভুক্ত করে ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হবে। এসব টিম ওষুধ প্রয়োগের সময়সূচি নির্ধারণ ও তদারকির দায়িত্বে থাকবে।

ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ নাগরিকদের সহযোগিতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করবে বলে জানান তিনি। আক্রান্তের হার বিবেচনায় এলাকাভিত্তিক হটস্পট নির্ধারণ করে চিরুনি অভিযান পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া, ডেঙ্গু উপসর্গ দেখা দিলে নাগরিকরা ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা মহানগর শিশু হাসপাতাল এবং নাজিরাবাজার মাতৃসদন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাতে পারবেন বলে জানিয়েছে ডিএসসিসি।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত