ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
অনিয়ম ঠেকাতে সরকারি টেন্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, দেশের সব সরকারি প্রকল্পে অনিয়ম ও অস্বচ্ছতা দূর করতে টেন্ডার প্রক্রিয়া অনলাইনে আনা হবে। এতে গুটিকয়েক প্রভাবশালী মাফিয়া প্রতিষ্ঠানের আধিপত্য বন্ধ হবে এবং যোগ্য প্রতিষ্ঠানকেই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হবে। আগামী সপ্তাহেই অনলাইন প্রক্রিয়ার বিষয়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা এসব কথা জানান। তিনি বলেন, এই আইন প্রণয়নের মাধ্যমে রেলখাত, জ্বালানি ও অন্যান্য খাতে কোনো প্রতিষ্ঠান আর প্রভাব খাটিয়ে সুবিধা পাবে না। কোনো প্রতিষ্ঠান যদি ঋণ খেলাপি হয় অথবা আগে কোনো অনিয়মে জড়িত থাকে, তবে তাকে দরপত্রে যোগ্য হিসেবে গণ্য করা হবে না।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার নানা স্তরে স্বচ্ছতা আনার ক্ষেত্রে সরকার একটি নীরব বিপ্লব ঘটিয়েছে। প্রকল্প পরিচালকদের মধ্যে আগ্রহ না থাকাটাও এই স্বচ্ছতার ফলাফল। পাশাপাশি তিনি জানান, এখন থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য খাস জমি ছাড়াই কৃষি জমি অধিগ্রহণ করা হবে। সরকারের বহু খাস জমি বর্তমানে অব্যবহৃত অবস্থায় রয়েছে। এই বিষয়ে সরকারের উপদেষ্টাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সারা দেশে খাস জমির পরিমাণ, দখল পরিস্থিতি এবং অন্যান্য তথ্য দুমাসের মধ্যে প্রতিবেদন আকারে দেবে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত আইন চূড়ান্ত করতে সকলের মতামত নেওয়া হয়েছে। যেসব প্রভাবশালী ব্যবসায়ী আছেন, তারা ইতিমধ্যেই দেশ থেকে চলে গেছেন, তাই আইন প্রণয়নে বাধা দিতে কোনো পক্ষ সাহস পায়নি।
এছাড়া ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের ধীরগতি খতিয়ে দেখতে আগামী সপ্তাহে সরকার বৈঠক করবে। এলডিসি উত্তরণের পর সহজ শর্তে ঋণ পাওয়া যাবে না, তাই ভালো প্রকল্পের জন্য সরকার শেষ সুযোগ হিসেবে যতটা সম্ভব সহজ শর্তে ঋণ নিতে চাইছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর