ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
প্রধান উপদেষ্টাকে জাবি উপাচার্য
৩৩ বছর পর জাবি ছাত্র সংসদ নির্বাচন
.jpg)
ডুয়া নিউজ: ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, তবে তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই রোডম্যাপ তুলে ধরেন উপাচার্য।
সাক্ষাতে উপাচার্য কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং ছাত্রবিষয়ক অগ্রগতিতে তার নেতৃত্বের ভূমিকা প্রধান উপদেষ্টাকে জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ অনুসারে নির্বাচনের তফসিল ১ ফেব্রুয়ারি ঘোষণা করবে। তিনি জানান, গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে জাকসু নির্বাচন মোটে নয়বার অনুষ্ঠিত হয়েছে এবং প্রায় ৩৩ বছর ধরে প্ল্যাটফর্মটি নিষ্ক্রিয় ছিল। সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।
অধ্যাপক কামরুল আহসান যোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে যোগ দেওয়ার পর থেকে বাজেট ও গবেষণার জন্য ব্যয়ের পরিমাণ বাড়ানো হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফি কমানো হয়েছে।
অধ্যাপক ইউনূস জুলাই মাসের গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ভূমিকা প্রশংসা করেন এবং জাবির শিক্ষাগত অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় যদি চায়, তবে তারা তাদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন পরিচালনা করতে পারে।
এছাড়া, অধ্যাপক কামরুল আহসান গণঅভ্যুত্থানের সময় ছাত্র ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি জানান, আহত ছাত্র ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় ৩৭ লাখ টাকা প্রদান করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- শেয়ারবাজারে হঠাৎ দরপতন, নেপথ্যে এনবিআরের চিঠি
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান