ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
নুর হামলায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম জিওসির
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তিনি সতর্ক করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ আলটিমেটাম দেন।
ফারুক হাসান বলেন, "আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি—৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি শুরু করব। কর্মসূচি কেমন হবে, তা সময়মতো সবাই জানবে।"
তিনি অভিযোগ করেন, "সরকার নূরের ওপর হামলার জন্য একটি তদন্ত কমিশন গঠন করেছে, যার কার্যকাল ৩০ কার্যদিবস। এটি মূলত প্রতারণামূলক। দিনের আলোর মতো প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূর রক্তাক্ত হয়েছেন। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সংবাদ সম্মেলনে ফারুক আরও জানান, নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না।
"গত রাতেই নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, চোয়াল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক বিশ্রামে আছে। তিনি এখনও সলিড খাবার খেতে পারছেন না এবং ডাক্তাররা তাকে লিকুইড খাবারে রাখছেন। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে, তাই আরও কিছুদিন হাসপাতালে রাখা হচ্ছে।"
ফারুক বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, নুরকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। কিন্তু সরকারের গড়িমসির কারণে সিঙ্গাপুরের পরিবর্তে বিভিন্ন দেশের কথা বলা হচ্ছে, যা সদিচ্ছার অভাব প্রকাশ করছে। আমরা সরকারের ওপর নির্ভর না করে পারিবারিক ও দলীয়ভাবে নুরকে বিদেশে পাঠাব।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস