ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২
নুর হামলায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম জিওসির
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তিনি সতর্ক করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ আলটিমেটাম দেন।
ফারুক হাসান বলেন, "আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি—৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি শুরু করব। কর্মসূচি কেমন হবে, তা সময়মতো সবাই জানবে।"
তিনি অভিযোগ করেন, "সরকার নূরের ওপর হামলার জন্য একটি তদন্ত কমিশন গঠন করেছে, যার কার্যকাল ৩০ কার্যদিবস। এটি মূলত প্রতারণামূলক। দিনের আলোর মতো প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূর রক্তাক্ত হয়েছেন। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সংবাদ সম্মেলনে ফারুক আরও জানান, নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না।
"গত রাতেই নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, চোয়াল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক বিশ্রামে আছে। তিনি এখনও সলিড খাবার খেতে পারছেন না এবং ডাক্তাররা তাকে লিকুইড খাবারে রাখছেন। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে, তাই আরও কিছুদিন হাসপাতালে রাখা হচ্ছে।"
ফারুক বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, নুরকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। কিন্তু সরকারের গড়িমসির কারণে সিঙ্গাপুরের পরিবর্তে বিভিন্ন দেশের কথা বলা হচ্ছে, যা সদিচ্ছার অভাব প্রকাশ করছে। আমরা সরকারের ওপর নির্ভর না করে পারিবারিক ও দলীয়ভাবে নুরকে বিদেশে পাঠাব।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- সাপ্তাহিক লেনদেন বৃদ্ধিতে শীর্ষে ৬ বড় খাত
- ডিভিডেন্ড অনুমোদনে সপ্তাহজুড়ে ৩ কোম্পানিরএজিএম
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত