ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
নুর হামলায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম জিওসির

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তিনি সতর্ক করেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ফারুক হাসান এ আলটিমেটাম দেন।
ফারুক হাসান বলেন, "আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি—৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা রাজপথে কঠোর কর্মসূচি শুরু করব। কর্মসূচি কেমন হবে, তা সময়মতো সবাই জানবে।"
তিনি অভিযোগ করেন, "সরকার নূরের ওপর হামলার জন্য একটি তদন্ত কমিশন গঠন করেছে, যার কার্যকাল ৩০ কার্যদিবস। এটি মূলত প্রতারণামূলক। দিনের আলোর মতো প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূর রক্তাক্ত হয়েছেন। এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
সংবাদ সম্মেলনে ফারুক আরও জানান, নুরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হচ্ছে না।
"গত রাতেই নূরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, চোয়াল অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক বিশ্রামে আছে। তিনি এখনও সলিড খাবার খেতে পারছেন না এবং ডাক্তাররা তাকে লিকুইড খাবারে রাখছেন। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে, তাই আরও কিছুদিন হাসপাতালে রাখা হচ্ছে।"
ফারুক বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, নুরকে দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানো হবে। কিন্তু সরকারের গড়িমসির কারণে সিঙ্গাপুরের পরিবর্তে বিভিন্ন দেশের কথা বলা হচ্ছে, যা সদিচ্ছার অভাব প্রকাশ করছে। আমরা সরকারের ওপর নির্ভর না করে পারিবারিক ও দলীয়ভাবে নুরকে বিদেশে পাঠাব।"
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান