ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

৫ আগস্টের পর বাজার স্থিতিশীল রাখা কঠিন ছিল: বাণিজ্য উপদেষ্টা

২০২৫ সেপ্টেম্বর ১৩ ২০:৪৪:১৩

৫ আগস্টের পর বাজার স্থিতিশীল রাখা কঠিন ছিল: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন যে, বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসা গবেষণা ব্যুরোর উদ্যোগে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে পণ্য তৈরির কাঁচামালের অভাব থাকলেও, শিক্ষার্থীরা জ্ঞানার্জনের মাধ্যমে তা পূরণ করতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে, জ্ঞানার্জনে কোনো সিন্ডিকেশন নেই এবং যে যত চেষ্টা করবে, সে ততটা অর্জন করতে পারবে।

তিনি উল্লেখ করেন, বিগত রমজানে সরকারের অর্থ বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সরবরাহ চেইন স্বাভাবিক রাখায় নিত্যপণ্যের দাম কম ছিল। ৫ আগস্টের পর বাজারকে সঠিক পথে পরিচালিত করা কঠিন ছিল কারণ তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, ফলে সরবরাহ ঠিক রাখা ছিল খুবই জটিল। সরকারের সামগ্রিক প্রচেষ্টায় সেই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হয়েছে, যা তিনি ব্যবসায় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মহান আল্লাহর বিশেষ অনুগ্রহের ফল হিসেবে উল্লেখ করেন।

শেখ বশিরউদ্দীন আরও জানান যে, শেখ হাসিনার পতনের পর দেশের রিজার্ভ প্রায় ১০ বিলিয়ন ডলার ছিল এবং বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছে ৬ বিলিয়ন ডলারের দায় ছিল। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সরকার সব দায় পরিশোধ করেছে এবং বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।

তিনি বলেন, লেবার প্রোডাক্টিভিটি, ইউটিলিটি প্রোপরশন, লজিস্টিক এক্সিলেন্স, কস্ট টু ফিন্যান্স, অ্যাকসেস টু ফিন্যান্স এবং অ্যাকসেস টু মার্কেট নিশ্চিত করতে পারলে কাঁচামালের অভাব পূরণ করে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। সঠিক রাজনৈতিক নেতৃত্ব দিতে পারলে পাঁচ বছরেই বাংলাদেশকে 'সোনার খনি'তে রূপান্তর করা সম্ভব।

ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা কী, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী শাসকরা 'ক্রোনিস' তৈরি করেছিল, যাদের কারণে সম্পদের বণ্টন মারাত্মকভাবে সামঞ্জস্যহীন ছিল এবং তারা বাজার ব্যবস্থাপনাকে অস্থিতিশীল করেছিল। তিনি আশা করেন যে, ভবিষ্যতের সরকার সমন্বিত উদ্যোগের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাজার পরিচালনা করবে এবং নিরপেক্ষ সংস্কার আনবে, যাতে বাজার ব্যবস্থা শক্তিশালী হয় এবং সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্যগণ, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান। পরে বাণিজ্য উপদেষ্টা ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত