ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

ওআইসির সহায়তায় হালাল সার্টিফিকেশন কর্মীদের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৮:৩৯:১৪

ওআইসির সহায়তায় হালাল সার্টিফিকেশন কর্মীদের ক্ষমতা বৃদ্ধির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হালাল সার্টিফিকেশন কার্যক্রমে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তার জন্য ওআইসির সহযোগিতা চেয়েছেন। তিনি পাকিস্তানের ইসলামাবাদে স্থায়ী কমিটি সেন্টারের কারিগরি সহায়তা পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রস্তাব দেন।

বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে হালাল সার্টিফিকেশন নিয়ে কাজ করছে এবং তুরস্ক ও সৌদি আরবের সংশ্লিষ্ট অথরিটির সহযোগিতাও চেয়েছে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা সম্পর্কিত স্থায়ী কমিটি সেন্টারের সহায়তায় ড. খালিদ বাংলাদেশের হালাল কর্মীদের সক্ষমতা বৃদ্ধির প্রস্তাব দেন।

এছাড়া উগান্ডায় একটি হালাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগেও তিনি সমর্থন জানান। লাহোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ১০০টি বৃত্তি মঞ্জুর করায় তিনি কমিটিকে ধন্যবাদ জানান।ড. খালিদ আরও বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকা জরুরি, কারণ বৈচিত্র্যের মধ্যে ঐক্য ছাড়া অগ্রগতি সম্ভব নয়।

এ সময় পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, উপদেষ্টার সচিব ছাদেক আহমদ এবং কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ তৈয়ব আলী উপস্থিত ছিলেন।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

এটিইউর নতুন প্রধান রেজাউল করিম

এটিইউর নতুন প্রধান রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম নতুন দায়িত্ব পেলেন এন্টি টেরোরিজম ইউনিটে (এটিইউ)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে... বিস্তারিত