ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

আট রাজনৈতিক দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১৩:৪৩:৫০

আট রাজনৈতিক দল যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক :জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) আটটি রাজনৈতিক দল অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। শিগগিরই পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে।

দলের দাবির মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সূত্র জানায়, কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, বাস্তবায়নসহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে।

এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নূরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান জানান, আগামী সোমবার পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচির ঘোষণা করা হবে।

সূত্র বলছে, জুলাই সনদের আইনি ভিত্তিসহ কিছু বিষয়ে এনসিপি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের মধ্যে বোঝাপড়া রয়েছে। দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন চান।

তবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির বিষয়ে দলগুলোর মধ্যে কিছুটা মতভিন্নতা রয়েছে। কেউ সংসদের দুই কক্ষে পিআর চান, কেউ শুধু উচ্চকক্ষে। এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতেও আট দল একমত হয়েছেন। তারা বলছেন, ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪–দলীয় জোটভুক্ত দলগুলোর কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত