ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাকসু ভোট গণনা শেষ পর্যায়ে, শিগগিরই ফল প্রকাশ

২০২৫ সেপ্টেম্বর ১৩ ১১:৩৮:৪৪

জাকসু ভোট গণনা শেষ পর্যায়ে, শিগগিরই ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে প্রকাশ করা হতে পারে।

শনিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহী বলেন,“১৫টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে ৬টি হল। আধাঘণ্টার মধ্যে আরও দুটি হলের ফলাফল পাওয়া যাবে। সব মিলিয়ে দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।”

ভোট গণনা প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি সময় নিচ্ছে। এর কারণ ব্যাখ্যা করে অধ্যাপক লুৎফুল এলাহী জানান,“এবার প্রায় সাড়ে ৮ হাজার ভোট কাস্ট হয়েছে। গণনা সম্পূর্ণ ম্যানুয়াল প্রক্রিয়ায় হওয়ায় সময় লাগছে। শিক্ষকরাই গণনার দায়িত্ব পালন করছেন, তবে তারা অভিজ্ঞ না হওয়ায় সময় বেশি লাগছে।”

কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তারের পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,“কমিশনে এখনো কোনো চিঠি আসেনি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”

এ সময় তিনি নিজের ব্যক্তিগত পরিশ্রমের কথাও উল্লেখ করেন,“গত এক সপ্তাহে আমি এক মিনিটও ঘুমাতে পারিনি। যারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন তাদের ধৈর্য ধরতে বলবো।”

প্রার্থী, সাংবাদিক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ফলাফলের জন্য সবাইকে আরও কিছুটা অপেক্ষা করতে অনুরোধ করেন।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত