ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
আখতারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: অসদাচরণের অভিযোগের মুখে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের শুনানিতে অংশ নেওয়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ‘নিউজ আপডেট’ শাখায় এ তথ্য প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট বিচারপতি আখতারুজ্জামান পদত্যাগপত্র দেন এবং রাষ্ট্রপতি সেটি ৭ সেপ্টেম্বর গ্রহণ করেন।
উল্লেখ্য, কোনো বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অযোগ্যতার অভিযোগ উঠলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তা তদন্ত করে। অভিযোগ প্রমাণিত হলে কাউন্সিল রাষ্ট্রপতিকে সংশ্লিষ্ট বিচারককে অপসারণের সুপারিশ করতে পারে।
গত বছরের জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে ১৬ অক্টোবর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে বিচারপতি আখতারুজ্জামানও ছিলেন। তখন তাঁদের পতিত সরকারের সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
পরে, চলতি বছরের ২৩ মার্চ রাষ্ট্রপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় ২৫ জুন তাঁকে নোটিশ পাঠানো হয় এবং ১ জুলাই তিনি কাউন্সিলে হাজির হয়ে বক্তব্য দেন। ২৬ আগস্ট তাঁর বিষয়ে চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। তবে কাউন্সিলের রায় ঘোষণার আগেই তিনি পদত্যাগপত্র জমা দেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হওয়ার পর হাইকোর্ট বিভাগের এখন পর্যন্ত চার বিচারপতি পদত্যাগ করেছেন। গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক ও এ কে এম জহিরুল হকের পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। এ বছরের ৩০ জানুয়ারি পদত্যাগ করেন বিচারপতি শাহেদ নূরউদ্দিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস