ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২
করপোরেট নিয়ন্ত্রণে অস্থির চালের বাজার
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে আশ্বিন মাসের আগমনের প্রাক্কালে আবারও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মৌসুমের স্বাভাবিক প্রভাব, কৃষকের অর্থনৈতিক চাপ ও বাজারে করপোরেট নিয়ন্ত্রণের কারণে ধীরে ধীরে বাড়ছে চালের দাম।
গত তিন মাস ধরে চালের দাম বাড়তির দিকে। রাজধানী থেকে শুরু করে গ্রামীণ বাজার পর্যন্ত সর্বত্রই এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। খুচরা বাজারে মিনিকেট, নাজিরশাইল, বিআর-২৮, পাইজাম ও মোটা চালের দাম কেজিপ্রতি ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে।
ধান উৎপাদন এলাকা নওগাঁ, কুষ্টিয়া, রংপুরসহ বিভিন্ন জেলায় বাজার ঘুরে দেখা গেছে, উৎপাদনের মৌসুম শেষে ধানের বড় অংশ চলে গেছে কিছু করপোরেট গ্রুপ ও বড় অটো রাইস মিলের দখলে। কৃষক উৎপাদনের পরপরই ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় তাদের ন্যায্যমূল্য নিশ্চিত হয়নি।
অন্যদিকে বাজারে ধান ও চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যাহত করে একশ্রেণির ব্যবসায়ী কৌশলে দাম বাড়িয়ে তুলছে।
সরকারের হিসেবে, দেশে বছরে চালের চাহিদা প্রায় ৩.৫ থেকে ৩.৮ কোটি টন। চলতি বছর বোরো মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ২.১৪ কোটি টন। সরকারের মজুত রয়েছে প্রায় ১৯.৫ লাখ টন খাদ্যশস্য। এর মধ্যে চাল রয়েছে প্রায় ১৮.৩৩ লাখ টন।
তবে বাস্তবে বাজারে কার্যকর হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। যে পরিমাণ চাল করপোরেটদের হাতে মজুত আছে, তা বাজার নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করছে।
প্রতিবছর নওগাঁয় প্রায় ১৭ লাখ টন চাল উৎপাদিত হলেও জেলার চাহিদা মাত্র ৫ লাখ টন। উদ্বৃত্ত ১২ লাখ টন চালের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে কিছু করপোরেট ও মিল মালিকের হাতে। একইভাবে কুষ্টিয়া ও রংপুরেও স্থানীয় কিছু প্রভাবশালী মিল বাজারে প্রভাব বিস্তার করছে।
কৃষকের উৎপাদিত ধান স্বল্প দামে কিনে মজুত করে, পরে ধাপে ধাপে বাজারে ছেড়ে বেশি দামে বিক্রির ফলে সাধারণ ভোক্তারা ক্ষতির মুখে পড়ছেন।
অন্যদিকে ছোট চালকল মালিক ও খুচরা বিক্রেতারা এই পরিস্থিতিতে ব্যবসায়িক ক্ষতির শিকার হচ্ছেন। তারা উচ্চ সুদের ঋণ নিয়ে ধান সংগ্রহ করতে না পারায় করপোরেটদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
চালের বাজারে এই অস্থিরতা ঠেকাতে পর্যাপ্ত খোলাবাজারে বিক্রি, চাল আমদানিতে স্বচ্ছতা এবং বাজারে নিয়মিত তদারকি প্রয়োজন। না হলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই বাজার ব্যবস্থার কাছে জিম্মি হয়ে পড়বে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ১৯ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ভারত বনাম অস্ট্রেলিয়া:কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি সরাসরি ফ্রিতে দেখুন(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি