ঢাকা, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে জিএস পদে পরাজিত হামিমের আবেগঘন পোস্ট

২০২৫ সেপ্টেম্বর ১০ ১৭:২৯:০১

ডাকসু নির্বাচনে জিএস পদে পরাজিত হামিমের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিনিধি :ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের কাছে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

পরাজয়ের পর তিনি শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্য করে একটি আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি নিজের সাধারণ জীবন, সংগ্রামী মনোভাব এবং ছাত্রদলের মাধ্যমে জিএস প্রার্থী হওয়ার অভিজ্ঞতা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা তাকে প্রকাশ্যে সমর্থন করলেও ফলাফলে তা প্রতিফলিত হয়নি এবং এ জন্য দুঃখ প্রকাশ করেছেন।

তানভীর বারী হামিম আরও উল্লেখ করেছেন, এটি তার রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় এবং তিনি দলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

চূড়ান্ত ফলাফলে জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির প্যানেলের এস এম ফরহাদ, যিনি ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত