ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু এখন জাতীয় দাবি, স্বচ্ছতার ঘাটতি নেই: উপাচার্য

২০২৫ সেপ্টেম্বর ০৯ ১৬:১০:৩১

ডাকসু এখন জাতীয় দাবি, স্বচ্ছতার ঘাটতি নেই: উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে টিএসসি এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

টিএসসির একটি কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়ে উপাচার্য বলেন,

“এই ঘটনাটিও আমরা গুরুত্ব সহকারে দেখেছি এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও বলেন,

“ডাকসু নির্বাচন এখন জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনার অংশ হয়ে উঠেছে। আমরা আশাবাদী, ফলাফল যেই হোক—প্রত্যেক প্রার্থী তা মেনে নেবেন এবং স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না।”

এর আগে বেলা আড়াইটার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র ঘুরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা। তিনি বলেন,

“শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছে। এখনও ভোটগ্রহণ চলছে, ভোটারদের অংশগ্রহণও সন্তোষজনক।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সারাদেশের নজর রয়েছে এই নির্বাচনকে ঘিরে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত