ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
সোশ্যাল মিডিয়ার নিষেধাজ্ঞা উঠিয়েছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: রাজধানী কাঠমান্ডুতে টানা বিক্ষোভ ও রক্তক্ষয়ী সংঘর্ষের পর নেপালে অবশেষে তুলে নেওয়া হলো সামাজিক যোগাযোগমাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
নেপালের যোগাযোগ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার তরুণ প্রজন্মের দাবি মেনে নিয়ে ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্ত হয়ে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও জানান, সোমবারের সহিংসতা তদন্তে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের আদালতের নির্দেশনা অনুযায়ী নেপাল সরকার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দেশটিতে কার্যক্রম চালাতে হলে সরকারিভাবে নিবন্ধনের নির্দেশ দিয়েছিল। এ কারণে গত ৪ সেপ্টেম্বর থেকে ২৬টি জনপ্রিয় প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা কার্যকর হয়।
কিন্তু এ পদক্ষেপ ক্ষুব্ধ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তরুণ প্রজন্মকে। বিশেষ করে জেনারেশন জেডের তরুণেরা গত সপ্তাহ থেকেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। অবশেষে রবিবার থেকে বিক্ষোভ শুরু হয়ে সোমবার তা ব্যাপক আকার ধারণ করে।
কারফিউ ভেঙে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২০ জন নিহত ও শতাধিক আহত হন। বিক্ষোভকারীদের চাপের মুখে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।
প্রধানমন্ত্রী অলি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছিল দেশের আইন ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে। তবে এক্স (টুইটার) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেপালে সরকারিভাবে নিবন্ধন করবে না।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প