ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়মবহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৭:৩৭:২৫

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে নিয়মবহির্ভূত বিনিয়োগ ফেরত আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে নির্দেশ দিয়েছে এএফসি হেলথ লিমিটেডে করা নিয়ম-বহির্ভূত বিনিয়োগের অর্থ ফেরত আনতে। তদন্তে দেখা গেছে, ভ্যানগার্ড ২০১৭ সালে তাদের ব্যবস্থাপনায় থাকা ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান থেকে ৪ কোটি টাকা বিনিয়োগ করে এএফসি হেলথে, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন।

বিএসইসির তথ্য অনুযায়ী, সমাপ্ত ২০১৮-২০১৯ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এএফসি হেলথের শেয়ার মূলধন ১৪৫ কোটি টাকা দেখানো হলেও কোনো শেয়ার প্রিমিয়াম উল্লেখ করা হয়নি। এছাড়া ফান্ড থেকে প্রি-আইপিও প্লেসমেন্টের বিনিয়োগ থেকে কোনো আয়ও দেখানো হয়নি। কমিশন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও নথি চেয়েছিল, তবে ভ্যানগার্ডের প্রেরিত তথ্য গ্রহণযোগ্য হয়নি।

কমিশন মনে করেছে, এই নিয়ম-বহির্ভূত বিনিয়োগের কারণে ফান্ডের ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ৩০ দিনের মধ্যে ফান্ডে ৯ কোটি টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে অর্থ ফেরত না আনা হলে প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করা হবে। ৩০ দিনের অতিবাহিত সময়ের পরও অর্থ ফেরত না দিলে পরবর্তী সাত দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে এবং ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা বাড়বে। জরিমানা অবশ্যই বিএসইসির নিকট ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।

ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করা বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (বিজিআইসি)ও তদারকি ব্যর্থ হওয়ায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বিএসইসি জানিয়েছে, এ ধরনের ব্যর্থতা ফান্ডের ইউনিটহোল্ডারদের ক্ষতি ডেকে আনে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত