ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচন: কোন হলে কত ভোট, কার ভোট কোথায়

২০২৫ সেপ্টেম্বর ০৯ ০৭:১৭:১৮

ডাকসু নির্বাচন: কোন হলে কত ভোট, কার ভোট কোথায়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কিছুক্ষণ পরই শুরু হবে। টানা ১৩ দিনের সরব প্রচার-প্রচারণার পর এখন প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন ভোটারদের চূড়ান্ত রায়ের জন্য। ক্যাম্পাসজুড়ে শেষ মুহূর্তের নানা বিশ্লেষণ চলছে—কে কোন হলে কত ভোট পেতে পারেন, সে হিসাব-নিকাশে ব্যস্ত পর্যবেক্ষকরা।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবার ডাকসু নির্বাচনে মোট বৈধ ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। প্রতিটি ভোটারকে একসঙ্গে ৪১টি ভোট দিতে হবে—কেন্দ্রীয় সংসদের ২৮ পদে এবং হল সংসদের ১৩ পদে। ভোট দেওয়ার জন্য একজন ভোটার সময় পাবেন সর্বোচ্চ ১০ মিনিট।

হলভিত্তিক ভোটার সংখ্যা

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছড়িয়ে রয়েছে এ বিপুল ভোটার। এর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮ জন, অমর একুশে হলে ১ হাজার ৩০০ জন, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭ জন, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ জন, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫ জন, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ জন এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫ জন ভোট দেবেন।

ছাত্রীদের মধ্যে সবচেয়ে বড় ভোটারকেন্দ্র রোকেয়া হল, যেখানে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৬৬৫ জন। এছাড়া বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২ হাজার ১১০ জন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ২ হাজার ৬৪৫ জন, শামসুন নাহার হলে ৪ হাজার ৯৬ জন এবং কবি সুফিয়া কামাল হলে ৪ হাজার ৪৪৩ জন ভোটার রয়েছেন।

কেন্দ্রভিত্তিক অ্যাটাচমেন্ট

ডাকসুর ইতিহাসে এবারই প্রথমবার আবাসিক হল থেকে ভোটকেন্দ্র সরিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে নেওয়া হয়েছে। মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই কোন হলে কারা কোথায় ভোট দেবেন, সেই তালিকা প্রকাশ করেছে।

১. কার্জন হল কেন্দ্র: শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা (মোট ভোটার ৫,০৭৭)।

২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা (৪,৮৫৩ ভোটার)।

৩. টিএসসি কেন্দ্র: রোকেয়া হলের শিক্ষার্থীরা (৫,৬৬৫ ভোটার)।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা (৪,৭৫৫ ভোটার)।

৫. সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা (৪,৮৩০ ভোটার)।

৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা (৬,১৫৫ ভোটার)।

৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা (৪,৪৪৩ ভোটার)।

৮. ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র: শামসুন নাহার হলের শিক্ষার্থীরা (৪,০৯৬ ভোটার)।

নির্বাচনকালীন তথ্য

তফসিল অনুযায়ী, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ চলবে। মোট ২৮ কেন্দ্রীয় পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ এবং ৬২ জন নারী। প্রতিটি ভোট শিক্ষার্থীদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে তারা বেছে নেবেন তাদের প্রতিনিধিদের।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত