ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনের দিনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

২০২৫ সেপ্টেম্বর ০৮ ২০:২১:০৯

ডাকসু নির্বাচনের দিনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনের দিন, আগামীকাল ৯ সেপ্টেম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং শাহবাগ, হাইকোর্ট, নীলক্ষেত, শহীদুল্লাহ হল ও পলাশী ক্রসিংয়ে ডাইভারশন প্রদান করা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে, তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে। ডিএমপি নগরীর যানবাহন চালক ও যাত্রীসাধারণকে উপরোক্ত ক্রসিংসমূহসহ আশপাশের এলাকা বা সড়কসমূহ যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

এছাড়াও, জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অপর এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৮ (১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় আজ, ৮ সেপ্টেম্বর, রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত সব প্রকার আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ডাকসু নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চায় ডিএমপি।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত