ঢাকা, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?
.jpg)
নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী বায়ুদূষণের মাত্রা প্রতিদিনই নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, উগান্ডার রাজধানী কামপালা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কামপালার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর দাঁড়িয়েছে ১৭২, যা নাগরিকদের জন্য সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা এই তালিকার ২৯তম স্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর রেকর্ড করা হয়েছে ৬৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘সহনীয়’ বা ‘মাঝারি’ পর্যায়ে পড়ে। যদিও তুলনামূলকভাবে ঢাকার অবস্থান অনেকটা নীচে মনে হলেও, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে এ ধরনের বায়ুমানও মানবদেহের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
বিশ্বের শীর্ষ পাঁচ দূষিত শহর
একই সময়ে বায়ুদূষণের মাত্রায় কামপালার পরপরই অবস্থান করছে—
ভিয়েতনামের রাজধানী হ্যানয় (১৬৯)
কঙ্গোর রাজধানী কিনশাসা (১৬৬)
ফিলিপাইনের রাজধানী ম্যানিলা (১৫৩)
সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই (১৪৯)
একিউআই মানদণ্ড
আইকিউএয়ারের নির্ধারিত একিউআই স্কোর অনুযায়ী—
০ থেকে ৫০ : ভালো বা স্বাস্থ্যকর
৫১ থেকে ১০০ : মাঝারি (সহনীয়)
১০১ থেকে ১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর
১৫১ থেকে ২০০ : অস্বাস্থ্যকর
২০১ থেকে ৩০০ : খুব অস্বাস্থ্যকর
৩০১ থেকে ৪০০ : ঝুঁকিপূর্ণ (গুরুতর স্বাস্থ্যঝুঁকি)
এই স্কোর অনুযায়ী কামপালার বর্তমান অবস্থান ‘অস্বাস্থ্যকর’ স্তরে, আর ঢাকার অবস্থান মাঝারি পর্যায়ে ধরা হয়।
স্বাস্থ্যঝুঁকি ও সতর্কবার্তা
চিকিৎসকরা সতর্ক করেছেন, ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের বায়ুমান শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। দীর্ঘ সময় এমন পরিবেশে অবস্থান করলে হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ এমনকি ক্যানসারের ঝুঁকিও বেড়ে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, বায়ুদূষণ বিশ্বে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বায়ুদূষণজনিত কারণে মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্য অংশই দক্ষিণ এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে ঘটে।
ঢাকার পরিস্থিতি
ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হিসেবে পরিবহন খাতের ধোঁয়া, শিল্পাঞ্চলের নির্গমন, ইটভাটা, নির্মাণকাজের ধুলো এবং আবর্জনা পোড়ানোকে দায়ী করা হয়। যদিও সোমবারের পরিসংখ্যানে ঢাকার একিউআই তুলনামূলক ভালো অবস্থায় ছিল, তবে শীতকালে এই শহরকে প্রায়ই বিশ্বের শীর্ষ তিন দূষিত শহরের মধ্যে দেখা যায়।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প